কলকাতা: ট্যুইটারে তিনি বেশ সক্রিয়৷ একুশের নির্বাচন পর্ব মিটতেই সেই সক্রিয়তা আরও বাড়িয়ে গেরুয়া নেতাদের বিঁধতে শুরু করেছেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়৷ এবার সেই ধারা অটুট রেখে মুকুল রায়কে ঢাল করে দলের শীর্ষ নেতৃত্বকে বিঁধলেন তথাগত৷ তৃণমূলে ফেরা মুকুলকে ‘ট্রোজান হর্সে’র সঙ্গে তুলনা টেনে দলীয় নেতৃত্বকে সতর্ক করলেন বর্ষীয়ান এই নেতা৷
গ্রীকপুরাণ অনুযায়ী গ্রিস এবং ট্রয়ের যুদ্ধ চলাকালীন গ্রিকরা যখন দুর্বল হয়ে পড়ে, সেসময় একটি মস্ত কাঠের ঘোড়া গ্রিকরা প্রতিপক্ষের দুর্গের বাইরে রেখে আসে। এহেন সুন্দর উপহার পেয়ে মুগ্ধ হয়ে যায় ট্রয়ের বাসিন্দারা। তারা ঘোড়াটিকে দুর্গের ভিতরে নিয়ে আসে। কিন্তু গ্রিকরা সেই ঘোড়ার ভিতরে তাদের সাহসী যোদ্ধাদের লুকিয়ে রেখেছিল, যারা রাতে আক্রমণ হানে ট্রয়ের উপরে। এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় মুকুল রায়কে ব্যবহার করেছেন বলে মনে করছেন তথাগতবাবু৷ তাঁর মতে, মুকুল রায় বিজেপিতে যোগ দিয়ে বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্বের সঙ্গে খোলামেলা মেলামেশার মধ্য দিয়ে বিজেপির সমস্ত কৌশল জেনে নিয়ে ফিরে গেলেন তৃণমূলে৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি এইসব তথ্য জানিয়ে দেবেন বলেও টুুইটে আশঙ্কা তথাগতর৷
মুকুল রায়কে ‘ট্রোজান হর্স’ হিসাবে উল্লেখ করার পাশাপাশি বিজেপিতে থেকে যাওয়া মুকুল অনুগামীদের নিয়েও ট্যুইটে সংশয় প্রকাশ করেছেন তথাগত। মুকুল রায় ফিরলেও বাকিদেরকেও তিনি তৃণমূলে ফেরাবেন কিনা এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন বলে মনে করছেন তিনি৷ পাশাপাশি, মুকুল রায় কেন বারেবারে তাঁর সঙ্গে সাক্ষাৎ এড়িয়েছেন তা এখন তার কাছে স্পষ্ট বলেই জানাচ্ছেন তথাগত৷ অন্য একটি ট্যুইটে জাতীয় নেতা হিসাবে মুকুলকে কটাক্ষ করতে গিয়ে লিখেছেন, “কানা ছেলের নাম পদ্মলোচন”, কোথাও আবার লিখেছেন, ‘বর্জ্য’ হিসেবেও৷ মুকুল রায় দল ছাড়ার পর তথাগত’র আক্রমণের কেন্দ্রবিন্দুতে যে বিজেপির সদ্য প্রাক্তন জাতীয় সহসভাপতি, সেকথা বলার অপেক্ষা রাখে না৷