মমতার ছবিতে আরবি ভাষায় কিছু লেখা! খুঁজে পেলেন তসলিমা

মমতার ছবিতে আরবি ভাষায় কিছু লেখা! খুঁজে পেলেন তসলিমা

কলকাতা: নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরোধীতা করে আজ প্রায় সাড়ে তিন ঘণ্টা ধর্না দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সময় তিনি একের পর এক ছবি আঁকেন যা নিয়ে এখন রাজ্য রাজনীতিতে আলোচনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি দেখে মন্তব্য না করে থাকতে পারলেন না বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। তিনি আবার মমতার ছবির মধ্যে গুপ্ত লেখা খুঁজে পেলেন।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা একটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করে তিনি লিখেছেন, “মমতা দিদি এই ছবিটি মন্দ আঁকেননি। তবে হঠাৎ দেখলে মনে হয় ছবিটিতে আরবি অক্ষরে লা ইলাহা ইল্লাল্লাহু লেখা!” ভারতীয় জনতা পার্টি প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে মুসলমানদের তোষণের প্রসঙ্গে কটাক্ষ করে এসেছে। তিনি মুসলিমদের তোষণ করেন এবং ভোট রাজনীতি করেন বলে অভিযোগ করেছে বিজেপি। এমনকি কোচবিহারের ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ করেছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবির মধ্যে ধর্ম খুঁজে পেলেন তসলিমা। তার এই মন্তব্যে আদতে বাংলার রাজনীতিতে কোনো প্রভাব পড়বে কিনা এখন সেটাই দেখার। 

মমতা দিদি এই ছবিটি মন্দ আঁকেননি। তবে হঠাৎ দেখলে মনে হয় ছবিটিতে আরবি অক্ষরে লা ইলাহা ইল্লাল্লাহু লেখা।

Posted by Taslima Nasrin on Tuesday, 13 April 2021

আজ যখন ধর্নায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায় তখন দেখা যায় তার পাশে রয়েছে একটি ছোট্ট টেবিল যেখানে অনেক রঙের টিউব এবং তুলি রাখা। একই সঙ্গে ছিল ক্যানভাস এবং একটি লাল গামছা। হুইল চেয়ারে বসে এই সময় একটার পর একটা ছবি আঁকেন তিনি। এই ছবি নিয়ে কটাক্ষ শুরু করেছে বিরোধীরা। যেমন বিজেপির তরফ থেকে বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় খুব সুন্দর ছবি এঁকেছেন কিন্তু সেই ছবি কেনার জন্য যারা থাকতেন তারা এখন জেলে রয়েছেন! অন্যদিকে বিজেপি নেতা তরুণজ্যোতি তেওয়ারি নিজের ফেসবুক পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি প্রসঙ্গে কটাক্ষ করেন। অন্যদিকে সিপিএম এবং দলের অনুগামীরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি প্রসঙ্গে কটাক্ষ করতে ছাড়েনি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 7 =