কলকাতা: গত কয়েক দিন ধরেই বাজার অগ্নিমূল্য। সবজি যাই হোক, যেন হাত ছোঁয়ানো যাচ্ছে না। গরমের দাবদাহের মতোই বাজারে গেলে বাঙালির প্রাণ ওষ্ঠাগত। এই পরিস্থিতিতে কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। জানা গিয়েছে, নবান্ন সিদ্ধান্ত নিয়েছে সোমবার থেকেই শহরে নামবে টাস্ক ফোর্স। তারা বাজারে বাজারে ঘুরে নজরদারি চালাবে। পাশাপাশি এও ঘোষণা করা হয়েছে, সুফল বাংলার ভ্রাম্যমাণ স্টলে সাধারণ বাজারদর থেকে ৫-১০ টাকা কমে জিনিস পাওয়া যাবে।
লঙ্কা থেকে শুরু করে আদা, পেঁয়াজ, রসুন, আলু, বেগুন, ঢেঁড়স… আপনি যে কোন সবজির নাম নিন, বাজারদর আগুন। শনিবার পর্যন্ত লঙ্কার দাম ৩০০ টাকা কেজি ছিল। রবিবার তা হয়েছে ৩৫০ টাকা। এদিকে কোথাও কোথাও ৪০০ টাকাতেও বিক্রি হয়েছে আদা। প্রায় সব জিনিসেরই দাম অন্তত ১০-২০ টাকা বেড়েছে বলে জানাচ্ছেন ক্রেতারা। শহরের যে কোনও বাজারেই হাল একই, তফাৎ খুব বেশি কোথাও নেই। আজই রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এ ব্যাপারে বৈঠক করেছিলেন। সেই বৈঠকের পরেই টাস্ক ফোর্সের বিষয়টি ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, বাজারের এই অবস্থায় সবজির মূল্যবৃদ্ধি নিয়ে রাজ্যকে খোঁচা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই তাঁকে বিঁধেছেন তিনি। টুইটে শুভেন্দু লেখেন, ‘আরে ও নন্দলাল, গরীব মানুষের পাতে কি জুটবে শুধু নুনের সাথে মোদীজির দেওয়া বিনা পয়সার চাল? একমাস আগের বাজার দরের সঙ্গে বর্তমান বাজার দরের তফাৎ করলে বোঝা যাবে যে, হাটবাজারে আগুন লেগেছে।” তিনি আরও বলেন, ”আনাজের দাম নিয়ন্ত্রণ করার জন্য মুখ্যমন্ত্রী অনেক ঢাকঢোল পিটিয়ে টাস্ক ফোর্স গঠন করেছিলেন, যার উদ্দেশ্য ছিল হঠাৎ করে বাজার হাটে শাক–সবজির দাম বেড়ে গেলে তা নিয়ন্ত্রণ করা। কিন্তু আদতে তার প্রতিফলন কখনই দেখা যায় না।”