বোলপুর: করোনা আবার বাড়তে শুরু করেছে বাংলায়। দেশের একাধিক রাজ্যের মতো বঙ্গেও দৈনিক সংক্রমণ ঊর্ধ্বমুখী। এছাড়াও ওমিক্রন আতঙ্ক তো রয়েছেই। ইতিমধ্যেই জারি করা হয়েছে কড়া বিধিনিষেধ। আগামি ১৫ জানুয়ারী পর্যন্ত আপাতত এই নিয়ম লাগু। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে জিম, সেলুন, পার্লার ইত্যাদি বন্ধ থাকলেও অনেক পরিষেবা চালুও রয়েছে এই সময়। কিন্তু সেগুলোর জন্য রয়েছে কড়া নিয়ম। যেমন করোনা আবহে বন্ধ হচ্ছে না তারাপীঠ মন্দির। কিন্তু সেখানের জন্য আরও কড়া নিয়ম লাগু করা হয়েছে।
রাজ্যের যা পরিস্থিতি তাতে মন্দির খোলা রাখা হবে কিনা তা নিয়ে বৈঠকে বসেছিল তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটি। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মন্দির খোলা থাকবে কিন্তু একসঙ্গে ৫০ জনের বেশি দর্শনার্থী মন্দিরে প্রবেশ করতে পারবেন না। পাশাপাশি মন্দিরের গর্ভগৃহে ঢুকলেও কেউ মাতৃমূর্তি স্পর্শ করতে পারবেন না। জড়িয়ে ধরা যাবে না মাতৃমূর্তিও। এমনকি ভিড় রুখতে হোটেলের অনলাইন বুকিং বন্ধ করে দেওয়া হয়েছে। কেউ স্পটে এসেও হোটেল বুক করতে পারবেন কিনা, সেটাও এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, করোনা পরিস্থিতির জন্য ২০২০ সালে টানা ৪২ দিনের জন্য বন্ধ ছিল তারাপীঠের মন্দির। ২০২১ সালেও একই নিয়ম মেনেছিল মন্দির কর্তৃপক্ষ। গত বছর টানা ১৫ দিন মন্দির বন্ধ ছিল।
প্রসঙ্গত, সোমবার রাজ্যে আক্রান্ত হয়েছে ৬ হাজার ০৭৮ জন এবং এই একই সময় মৃত্যু হয়েছে ১৩ জনের। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ২ হাজার ৮০১ জন। সংক্রমণের নিরিখে তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ১ হাজার ০৫৭ জন। ফলে গোটা রাজ্য জুড়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লক্ষ ৫৫ হাজার ২২৮ জন। মোট মৃত্যু হয়েছে ১৯ হাজার ৭৯৪ জনের। এদিকে, করোনাকে হারিয়ে একদিনে বঙ্গে সুস্থ হয়েছে ২ হাজার ৯১৭ জন। সেই নিয়ে বাংলায় আপাতত মোট করোনাজয়ীর সংখ্যা ১৬ লক্ষ ১৫ হাজার ২৪৮ জন।