চাকদহ: বিভিন্ন জায়গায় জল বন্ধ গত পাঁচ দিন ধরে। জলের সমস্যায় তাই জেরবার হতে হচ্ছে চাকদহ ব্লকের বাসিন্দাদের। অভিযোগ, গোটা ইস্যুতে উদাসীন চাকদহ ব্লকের প্রশাসনিক কর্তারা। এদিকে জলের জন্য দিনদিন হাহাকার বাড়ছে এলাকায়। জানা গিয়েছে, পিএইচই’র হাইপ্রেসার লাইনে ফাটল ধরেছে জাতীয় সড়ক সম্প্রসারণের কারণে। তাই জলের সমস্যা দেখা দিয়েছে।
আরও পড়ুন- নিয়োগ মামলায় ভিন্ন জবাব রাজ্য এবং এসএসসি-র, কমিশন ভেঙে দিন, মন্তব্য ক্ষুব্ধ বিচারপতির
গত পাঁচ দিন আগে চাকদহ চৌরাস্তা থেকে পলাগাছার মধ্যে পিএইচই দফতরে বারো ইঞ্চি হাইপ্রেসার মেন লাইন ফেটে যায়। চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের রাস্তা সম্প্রাসারণের কারণে এই ঘটনা বলে জানা গিয়েছে। দফতর থেকে জানান হয়েছে, জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছে। ফলে প্রায়ই হাইপ্রেসার মেন লাইন ফেটে যাচ্ছে। তাই বিস্তির্ণ এলাকা জুড়ে জল পরিষেবা বন্ধ। দফতরের আধিকারিক অনিষ রঞ্জন ঘোষ জানিয়েছেন, তারা তাদের পাইপ সারিয়ে দিয়েছেন। কিন্ত হাইওয়ে অথরিটি তাদের পাইপ মাটি দিয়ে ভরাট করে দিচ্ছে না। ফলে মেন পাইপ খোলা অবস্থায় পড়ে আছে। এর জন্যই মূল সমস্যা দেখা দিয়েছে।
এদিকে ওই এলাকার বাসিন্দাদের বক্তব্য, গত পাঁচ দিন ধরে কেউ জল পাচ্ছে না। বাধ্য হয়ে কিনে খেতে হচ্ছে জল। চাকদহ ব্লক আধিকারিক বলেন, পিএইচই’র পক্ষ থেকে কোনও আধিকারিক আসেননি, এছাড়াও অন্যান্য আধিকারিকরাও আসেনি, ফলে জলের সমস্যা কাউকে বলা যাচ্ছে না। তাহলে সমস্যার সমাধান কি আদৌ হবে? হলে তা কতদিনের মধ্যে? এই প্রশ্ন উঠে আসছে।