‘নগরীর নটী’ বিতর্ক, তথাগতকে পাল্টা ‘হুঁশিয়ারি’ তনুশ্রীর

‘নগরীর নটী’ বিতর্ক, তথাগতকে পাল্টা ‘হুঁশিয়ারি’ তনুশ্রীর

কলকাতা: বাংলায় বিজেপির হারের পর নেতা তথাগত রায় তারকা প্রার্থীদের একহাত নিয়েছেন। মূলত তাঁর নিশানায় রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পায়েল সরকার এবং তনুশ্রী চক্রবর্তী, যারা তৃণমূল কংগ্রেস নেতা এবং বর্তমান বিধায়ক মদন মিত্রের নৌকাবিহারের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন তিনি জানিয়ে এখন উত্তাল রাজ্য। ইতিমধ্যেই প্রতিক্রিয়া দিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং পায়েল সরকার। এবার তথাগত রায়ের বিরুদ্ধে মুখ খুললেন তনুশ্রী চক্রবর্তী। 

তথাগত টুইট করে বলেছিলেন, “পায়েল, শ্রাবন্তী, তনুশ্রী ইত্যাদি নগরীর নটীরা নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেরিয়েছেন আর মদন মিত্রের সঙ্গে নৌকা বিলাসে গিয়ে সেলফি তুলেছেন (এবং হেরে ভূত হয়েছেন)। এই প্রেক্ষিতে এবার তনুশ্রী বললেন, ”জনসমক্ষে এই ধরনের মন্তব্য করে তথাগত রায় আমাদের তিনজনের অপমান করেছেন। দলের কর্মী হিসেবে আমি নিশ্চিতভাবে দলের নেতাদের সঙ্গে এই ব্যাপারে আলোচনা করবো কারণ আমি এখনো বিশ্বাস করি যে আমার দল নিয়মে বিশ্বাস করে”। ইতিমধ্যেই পায়েল মন্তব্য করেছিলেন যে, আপনিও কিন্তু একদিনে রাজনীতিবিদ হয়ে যাননি। কেউ একদিনে রাজনীতিবিদ হয়ে যায় না। নিজের প্রার্থী হিসেবে পারফরম্যান্স নিয়ে মন্তব্য করে পায়েল এটাও জানান, অভিনয়ে তার পেশা হলে রাজনীতি হল নেশা, তিনি যে তার জন্য যতটা পেরেছেন ততটা চেষ্টা করেছেন। এই বিষয়ে টুইট করে নিজের বক্তব্য রেখেছেন পায়েল।

তথাগত মূলত আরও বলেছিলেন, ”তাদেরকে টিকিট দিয়েছিল কে? কেনই বা দিয়েছিল? দিলীপ, কৈলাস, শিবপ্রকাশ, অরবিন্দ প্রভুরা একটু আলোকপাত করবেন কি?” মন্তব্যের প্রেক্ষিতে ইতিমধ্যেই সমালোচনায় সরব হয়েছেন একাধিক মানুষ। তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র এই ব্যাপারে তথাগত রায়কে এক হাত নিয়ে বলেছেন, দল তাঁকে টিকিট পায়নি তাই তিনি প্রথম থেকেই বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। এখন তিনি আরও বেশি হতাশ নৌকাবিহারে যেতে পারেননি বলে। তবে পরের বার এই ধরনের নৌকাবিহার হলে তিনি তাঁকে অবশ্যই ডাকবেন বলে জানিয়েছেন মদন মিত্র। একইসঙ্গে বাংলার মেয়েদের এভাবে ‘নটী’ বলায় তাঁকে চরম আক্রমণ করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *