বাঁকুড়া: মাত্র ২৪ ঘন্টারও বেশী কিছু সময় আগে কলকাতায় গিয়ে গেরুয়া শিবির ছেড়ে ঘাস ফুল শিবিরে নাম লিখিয়েছেন তিনি। আর তারপর নিজের বিধানসভা কেন্দ্র বিষ্ণুপুরে ফিরেই তৃণমূল কর্মী সমর্থকদের সম্বর্ধনার জোয়ারে ভাসলেন বিধায়ক তন্ময় ঘোষ।
মঙ্গলবার বিষ্ণুপুর শহরে বিশাল মিছিল করে রবীন্দ্র স্ট্যাচুর সামনে পৌঁছান বিধায়ক তন্ময় ঘোষ, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সহ অন্যান্যরা। সেখানেই সদ্য তৃণমূলে যোগদানকারী বিধায়ককে দলের পক্ষ থেকে সম্বর্ধণা জানানো হয়।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক তন্ময় ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে বিষ্ণুপুরের মানুষের জন্য কাজ করে যাবো। তার দলবদল প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর বক্তব্য প্রসঙ্গে তন্ময় ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এ নিয়ে যা বলের দলের সভাপতি বলবেন’। একই সঙ্গে অন্য এক প্রশ্নের উত্তরে সদ্য ছেড়ে আসা বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ভয় দেখিয়ে বাংলার ঐতিহ্য, বাঙালিয়ানা নষ্ট করার পাশাপাশি বাঙালীর অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে বলে তিনি জানান।
তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি অলোক মুখোপাধ্যায় বলেন, ‘ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে’। আমাদের দলের কয়েক জন নেতার অত্যাচারে ভুল বুঝে দল ছেড়েছিল। এবার ফিরে এসেছে। তার সমস্ত কাজে এবার তারা সমর্থণ করবেন বলে তিনি জানান।