‘টক টু মেয়রে’ ফোন, পর্দাফাঁস কাউন্সিলরের, মামলা গড়াল থানায়!

‘টক টু মেয়রে’ ফোন, পর্দাফাঁস কাউন্সিলরের, মামলা গড়াল থানায়!

5067770d3af7c07971a1abf4ac242332

কলকাতা: পুর এলাকার ৫২ নম্বর ওয়ার্ডে তৃণমুল কংগ্রেস কাউন্সিলরের বিরুদ্ধে হুমকির অভিযোগ তোলেন ওই এলাকারই এক বাসিন্দা৷ টক-টু-মেয়র অনুষ্ঠানে এক বাসিন্দা মেয়রকে ফোনে দাবি করেন, তাঁর বাড়ির ভাড়াটিয়াদের তোলার বিষয়ে তাঁর কাছে আইনানুগ কাগজপত্র রয়েছে৷ তা স্বত্বেও স্থানীয় কাউন্সিলর ওই ভাড়াটিয়াদের পক্ষ হয়ে তাঁকে হুমকি দেয়৷ মেয়র ওই ব্যক্তিকে এব্যপারে স্থানীয় থানায় প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে অভিযোগ করার পরামর্শ দেন৷

এদিকে, ওই কাউন্সিলর সন্দীপন সাহা সমস্ত অভিযোগ খারিজ করেছেন৷ তিনি ওই আবাসিককে আদৌ চেনেন না বলে জানান৷ সাংবাদিকদের প্রশ্নের জবাবে সন্দীপন বাবু বলেন, ওই বাড়ির বেশ কিছু ভাড়াটিয়া তাঁর কাছে উচ্ছেদের বিষয়ে সাহায্য চাইতে আসলে তিনি তাঁদের উকিলের পরামর্শ নিতে বলেন৷ সাধারণ মানুষের আভিযোগ শোনা তাঁর দায়িত্বের মধ্যে পড়ে বলে তিনি সাংবাদিকদের বলেন৷ টক-টু-মেয়র অনুষ্ঠানে আজ মেয়র ২৪ জনের ফোনের জবাব দেন৷ মিউটেশন সংক্রান্ত সমস্যা, বকেয়া কর, শহরের কয়েকটি অলিগলিতে জমা জল ও পরিশ্রুত জলের বিভিন্ন সমস্যা সংক্রান্ত প্রশ্নের তিনি সুরাহার আশ্বাস দেন৷ পুরসভার সংশ্লিষ্ট বিভাগের কর্মিদের ঐ সমস্ত সমস্যা নিরশনের নির্দেশও তিনি দেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *