আসানসোল: চিকিৎসক নন৷ নার্সিং প্রশিক্ষণও নেই৷ অথচ তিনিই গ্রামের এক মহিলাকে ভ্যাকসিন দিয়ে দিলেন৷ ভ্যাকসিন দিয়ে বিতর্কে আসানসোলের প্রাক্তন ডেপুটি মেয়র তবসসুম আরা৷ উদ্বেগে চিকিৎসক মহল৷
আরও পড়ুন- রাজ্যপালের অপসারণ চেয়ে রাষ্ট্রপতির দরবারে যেতে পারে তৃণমূল, নিশানায় তুষারও
কোনও রকম নার্সিং প্রশিক্ষণ ছাড়াই পুরসভার ভ্যাকসিনেশন ক্যাম্পে গিয়ে আচমকাই এক মহিলাকে ভ্যাকসিন দেন তবসসুম আরা৷ পরিস্থিতি বেগতিক দেখে ঘটনার কথা অস্বীকার করেন তিনি৷ ঘটনা অস্বীকার করলেও ক্যামেরায় ধরা পড়েছে গোটা কাণ্ডটি৷ তবে কি শুধুই ক্ষমতার আস্ফালন? ক্ষমতার বলে একজন মানুষের জীবন হাতে নিতে বিন্দুমাত্র কুণ্ঠা হল না তাঁরা? এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্কের ঝড় উঠেছে রাজনৈতিক মহলেও৷ এ ভাবে ভ্যাকসিন দেওয়া অনুচিত বলে জানিয়েছে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্স৷ প্রশাসনে থেকে এহেন দায়িত্বজ্ঞানহীন কাজ তিনি করলেন কী ভাবে? এটাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে৷
প্রসঙ্গত, পশ্চিম বর্ধমানের আসানসোল পুরসভা থেকে বিভিন্ন জায়গায় ভ্যাকসিন ক্যাম্প করা হচ্ছে৷ এমনই একটি ক্যাম্পে উপস্থিত হন প্রাক্তন ডেপুটি মেয়র তবসসুম আরা৷ তিনি বর্তমান পুর প্রশাসক মণ্ডলীর অন্যতম সদস্য৷ এদিন দেখা যায়, এক স্বাস্থ্যকর্মী একজন মহিলাকে ভ্যাকসিন দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, সেই সময় তাঁর হাত থেকে ইনজেকশনের সিরিঞ্জ কেড়ে নিয়ে ওই মহিলাকে নিজে ভ্যাকসিন দিয়ে দেন৷ গোটা ঘটনাটি চুপচাপ সাক্ষী থাকেন ওই স্বাস্থ্যকর্মী৷ কোনও প্রতিবাদ করেননি৷
এই কাজ সম্পূর্ণ অনৈতিক বলে বিভিন্ন মহলে দাবি উঠেছে৷ এর পরেই আসালসোল পুরনিগমের হেলথ ফিসারকে এই বিষয়ে প্রশ্ন করা হয়৷ তিনি বলেন, এ বিষয়ে মন্তব্য করতে চাইনা৷ পরে অবশ্য বলেন, ভ্যাকসিনেশনের কাজ স্বাস্থ্যকর্মীদের দিয়েই করানো উচিত৷ এটা সিস্টেম নয়৷ কোনও প্রতিক্রিয়া দেননি সিএমওএইচ৷ বিজেপি’র দাবি, এই ঘটনা শুধু নিন্দনীয়ই নয়, ঘটনার যথাযথ তদন্ত হওয়া উচিত৷ টিকা ক্যাম্পে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী উপস্থিত থাকা সত্বেও কী ভাবে তিনি ভ্যাকসিন দিলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে৷ স্বাস্থ্য কর্মীরাই বা কেন ভ্যাকসিন দিতে দিলেন?
আরও পড়ুন- পুজো আসতে বাকি আর মাত্র ১০০ দিন, কী ভাবছে পুজো উদ্যোক্তরা?
অনকেই মনে করছেন এটা ক্ষমতার অপপ্রয়োগ৷ ক্ষমতা দেখিয়েই স্বাস্থ্যকর্মীর হাত থেকে ভ্যাকসিন কেড়ে নিয়ে টিকা দেন তিনি৷ এ প্রসঙ্গে বিজেপির বক্তব্য, একজন পুরপ্রশাসক, যাঁর মেডিক্যাল জ্ঞান নেই, তিনি ভ্যাকসিন দিয়ে দিচ্ছেন৷ এই কাজ চিকিৎসক, নার্স বা স্বাস্থ্য কর্মী ছাড়া কারও করার কথা নয়৷ তবে পশ্চিমবঙ্গে তৃণমূল নেতারা কেউ বিজ্ঞানী, কেউ মহাকাশ বিজ্ঞানী৷ কুটলির বুকে একজন ডাক্তারও হয়েছেন৷ এটা সম্পূর্ণ বেআইনি৷ ঘটনার তদন্ত দাবি করছে বিজেপি৷ যদিও গোটা ঘটনা অস্বীকার করেন তবসসুম৷ তিনি বলেন, মানুষের ভীতি দূর করতে আমি শুধু হাতে ধরেছি, ভ্যাকসিন দিইনি৷ সবটাই নার্স করেছেন৷