দুই বিচারপতির দ্বৈরথ নিয়ে মুখ খুললেন প্রধান বিচারপতি, বললেন, ‘আমি লজ্জিত’

দুই বিচারপতির দ্বৈরথ নিয়ে মুখ খুললেন প্রধান বিচারপতি, বললেন, ‘আমি লজ্জিত’

Chief Justice

কলকাতা:  দুই বিচারপতির বেনজির সংঘাতে সরগরম কলকাতা হাই কোর্ট৷ বিষয়টি পৌঁছে গিয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত৷ এতদিন এ বিষয়ে কোনও মন্তব্য না করলেও এবার এ প্রসঙ্গে মুখ খুললেন হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক বলে উল্লেখ করলেন তিনি। দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি। (Chief Justice)

মঙ্গলবার দুপুরে এজলাস ছেড়ে উঠে যাওয়ার আগে দুই বিচারপতির সংঘাত নিয়ে মুখ খোলেন তিনি। তখন আদালতের সরাসরি সম্প্রচার বন্ধ ছিল। কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেনের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, ‘‘এই পরিস্থিতির জন্য আমি দুঃখিত এবং একই সঙ্গে লজ্জিত। আইনের মন্দিরে এমনটা আশা করা যায় না।’’

দুই বিচারপতির বেনজির সংঘাতের বিষটি প্রকাশ্যে আসার পরই স্বতঃপ্রণোদিত ভাবে মামলা করে সুপ্রিম কোর্ট। মেডিক্যালে ভর্তি সংক্রান্ত মামলা হাতে নেয় শীর্ষ আদালত৷ হাই কোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞানম বলেন, ‘‘ হাই কোর্টের একটা ঐতিহ্য আছে। এহেন অপ্রীতিকর পরিস্থিতি সাধারণ মানুষের উপর প্রভাব ফেলছে। আমরা এই সমস্যার সমাধান করার চেষ্টা চালাচ্ছে। আবার পরিস্থিতি স্বাভাবিক করতে হবে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + thirteen =