খুলতে হবে স্কুল, রাস্তায় বসে প্রতীকী ক্লাসরুম এসএফআইয়ের

খুলতে হবে স্কুল, রাস্তায় বসে প্রতীকী ক্লাসরুম এসএফআইয়ের

 

হাওড়া: অবিলম্বে স্কুল খোলার দাবিতে এসএফআই এর বিক্ষোভ হলো হাওড়াতেও। শুক্রবার বিকেল সাড়ে ৩টে নাগাদ এসএফআইয়ের তরফ থেকে ছাত্রছাত্রীরা মিছিল করে হাওড়ার স্কুল শিক্ষা দফতরে ( শিক্ষা ভবন, হাওড়া ) আসার চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড করে।

এসএফআই কর্মীরা সেই ব্যারিকেড টপকে শিক্ষা ভবনের গেটের সামনে আসার চেষ্টা করলে দ্বিতীয় ব্যারিকেডের সামনে পুলিশ তাদের আটকে এসএফআই নেতৃত্বের সঙ্গে কথা বলে। এরপর এসএফআই কর্মীরা ব্যারিকেডের বাইরে এসে রাস্তা অবরোধ করে রাস্তায় বসেই প্রতীকী বিকল্প ক্লাস রুমের আয়োজন করে। এসএফআইয়ের হাওড়া জেলা কমিটির সম্পাদক সৌরভ মন্ডল, রাজ্য কমিটির পক্ষে সুলতানা খাতুন এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। এদিন ডিআই’কে পরে ডেপুটেশন দেওয়া হয়।

এদিন হাওড়ার পঞ্চাননতলা থেকে মিছিল শুরু হয়। হাওড়া শিক্ষা ভবনের সামনে এসএফআই তরফ থেকে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। নিত্যধন মুখার্জি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান এসএফআই কর্মী সমর্থকরা। এর পাশাপাশি রাস্তায় বসে শুরু করেন প্রতীকী পঠন-পাঠন। স্কুল-কলেজ না খোলা পর্যন্ত এসএফআই এর তরফ থেকে এইভাবেই প্রতিবাদ চলবে বলে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *