কলকাতা: আজ বৃহস্পতিবার থেকে কলকাতা ও শিলিগুড়িতে মদের হোম ডেলিভারি শুরু করল সুইগি৷ ওড়িশা ও ঝাড়খণ্ডে এই পরিষেবা আগেই শুরু করেছিল৷ এবার বাংলায় এই পরিষেবা দেওয়া শুরু হল বলে জানা গিয়েছে৷ সুইগির তরফে জানানো হয়েছে, সমস্ত নিয়ম মেনে গ্রাহকদের বাড়িতে পৌঁছে দিয়ে আসা হবে মদের বোতল৷ এতে মদের দোকানে একদিকে যেমন ভিড় কমবে, তেমনি করোনা সংক্রমণের আশঙ্কা অনেকটা কমবে বলে সংস্থার তরফে আশা করা হয়েছে৷
তবে, সুইগিতে মদ কিনতে সবাই পারবেন না৷ দিতে হবে বয়সের প্রমাণ৷ জানা গিয়েছে, সুইগিতে প্রথমবার মদ কিনতে গেলে সবার প্রথম বয়সের প্রমাণপত্রের একটা ছবি আপলোড করতে হবে৷ তার পাশাপাশি নিজের মুখের একটা ছবি৷ সব কিছু মিলে গেলেই তবে মদ কিনতে পারা যাবেন৷ তবে আতিরিক্ত মদ কোনও ব্যক্তি দিতে পারবেন না৷ তবে কতটা মদ অর্ডার করা যাবে, এই বিষয়ে কোনও তথ্য জানা যায়নি৷