কলকাতা: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে বারবার ঘুরে ফিরে উঠেছে স্বজনপোষণের প্রসঙ্গ৷ বলিউড তো বটেই এই আঁচ লেগেছে টলিউডেও৷ সম্প্রতি এই স্বজনপোষণ নিয়েই নিজের ইউটিউব চ্যানেলে রীতিমতো বোমা ফাটান অভিনেত্রী শ্রীলাখে মিত্র৷ যা ঝড় তুলেছে টলি পাড়ায়৷
শ্রীলেখার অভিযোগ, ইন্ডাস্ট্রিতে প্রেম না হলে কাজ পাওয়া যায় না৷ প্রসেনজিৎ-ঋতুপর্ণার প্রেমের জন্যই তিনি নায়িকার চরিত্র পাননি৷ এছাড়াও তার মুখে উঠে আসে সৃজিত-স্বস্তিকা, পরমব্রত, জিৎ-এর মতো একাধিক পরিচিত নাম৷ এর পরেই শনিবার নাম না করেই শ্রীলেখাকে বিঁধলেন স্বস্তিকা৷
ফেসবুকে একটি পোস্টে স্বস্তিকা বলেন, ‘‘যখন কোনও অভিনেত্রী একজন পরিচালকের সঙ্গে এক বা একাধিক ছবি করেন, তখনই শুরু হয় প্রেম বা বিছানায় যাওয়ার গুজব৷’’ সৃজিতের নাম না করেই পরিসংখ্যান তুলে তিনি বলেন, ‘‘আমি একজন পরিচালকের সঙ্গে তাঁর জীবনের ১৭টা ছবির মধ্যে আড়াইখানা ছবি করেছি৷ এর মধ্যে দু’টি মুখ্য চরিত্র এবং একটি অতিথি শিল্পী। এই পরিচালকের সঙ্গে সৌমিক হালদার ১১টা, অনুপম রায় ৯টা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৭টা, যিশু সেনগুপ্ত ৭টা, অনির্বাণ ভট্টাচার্য ৬টা এবং পরমব্রত চট্টোপাধ্যায় ৬টা কাজ করেছেন, তাঁরা নিশ্চয় আরও বেশি করে শুয়ে আর প্রেম করে কাজগুলো পেয়েছেন?’’ স্বস্তিকার কথায়, ‘‘তাহলে তাঁরা সবাই উভকামী বা সুযোগ সন্ধানী৷’’ অভিনেত্রী আরও বলেন, ‘‘যুক্তি তো সবার ক্ষেত্রেই এক হওয়া উচিৎ, তাই না? নাকি নিজের খামতি ঢাকতে স্লাটশেমিং শুধু আমাদের মত 'কুযোগ্য' অভিনেত্রীদের করা হবে যারা একেবারেই অভিনয়টা পারেনা?’’
নিজের লাইভ ভিডিওয় সৃজিত-স্বস্তিকার দিকে আঙুল তুলেছিলেন শ্রীলেখা৷ তিনি বলেন, ‘‘সৃজিত একসময় আমার খুব ভালো বন্ধু ছিল। কিন্তু ও যখন ছবি করল, তখন আর আমাকে ডাকেনি। হয়তো আমার উপযুক্ত কোনও চরিত্র ছিল না। স্বস্তিকার মতনই চরিত্রগুলো ছিল। আসল কথাটা হল স্বস্তিকার সঙ্গে তখন সৃজিতের প্রেম চলছিল।” এর পরেই জবাব দিতে আসরে নামেন স্বস্তিকা৷