বাবাকে হারালেন স্বস্তিকা, প্রয়াত বাংলা জনপ্রিয় অভিনেতা

বাবাকে হারালেন স্বস্তিকা, প্রয়াত বাংলা জনপ্রিয় অভিনেতা

কলকাতা: প্রয়াত বাংলা জনপ্রিয় অভিনেতা সন্তু মুখোপাধ্যায়৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর৷ আজ বুধবার সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন৷ রেখে গেলেন দুই কন্যা স্বস্তিকা মুখোপাধ্যায় ও অপজা মুখোপাধ্যায়কে৷

তপন সিনহার ‘রাজা’ ছবিতে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন বর্ষীয়ান এই অভিনেতা৷ গণদেবতা থেকে শুরু করে বিদ্রোহী, হারমোনিয়াম, খেলাঘর, সন্ধ্যাতারা থেকে শুরু করে কালবেলার মতো কালজয়ী একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি৷

গত কয়েক বছরে চুটিয়ে সিরিয়াল করে গিয়েছেন তিনি৷ বড় পর্দার পাশাপাশি ছোটপর্দায় বেশ জনপ্রিয় ছিলেন সন্তু মুখোপাধ্যায়৷ টিভি সিরিয়ালে তিনি ছিলেন অন্যতম প্রধান মুখ৷ তাঁর প্রয়াণে শোকের ছাঁয়া নেমে এসেছে গোটা টলিউডে৷ আগামীকাল তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =