কলকাতা: পঞ্চায়েত ভোটের ময়দানে পা রাখল স্বরাজ ইন্ডিয়া ও জয় কিষাণ আন্দোলন সমর্থিত প্রার্থীরা। উত্তর দিনাজপুর ও বাঁকুড়া জেলায় পঞ্চায়েত ভোটের জন্য মনোনয়ন জমা দিয়েছেন তারা। এছাড়াও আদিবাসী অধিকার মহাসভা সমর্থিত প্রার্থী বীরভূমের মহম্মদ বাজার ব্লকে জেলাপরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন। তাঁকেও সমর্থন করবে স্বরাজ ইন্ডিয়া এবং জয় কিষাণ কারণ বেআইনি কয়লাখনি বিরোধী আন্দোলনের অগ্রভাগে আদিবাসী অধিকার মহাসভার সঙ্গে স্বরাজ ইন্ডিয়া ও জয় কিষাণ আন্দোলনও যুক্ত।
তাহলে কারা কারা বাঁকুড়া ও উত্তর দিনাজপুর জেলায় মনোয়নন দাখিল করলেন? সসেই সকল প্রার্থীদের তালিকা সামনে এসেছে। তারা হলেন, শ্রাবণী সরকার, বড় মানা রাধাকান্তপুর, পখন্না গ্রাম পঞ্চায়েত বড়জোড়া ব্লকের পঞ্চায়েত সদস্য। উত্তম সরকার, ব্রাহ্মণডিহি, পল্লীশ্রী কলোনি মানাচর বড়জোড়া গ্রাম পঞ্চায়েত, বড়জোড়া ব্লকের পঞ্চায়েত সদস্য। তানজিমা খাতুন, কালুভিটা গ্রাম, পখোরিয়া গ্রাম পঞ্চায়েত গোয়ালপোখর ১ ব্লক পঞ্চায়েত সমিতির সদস্য। তুরা মহম্মদ, চাইনপুর গ্রাম, পখোরিয়া গ্রাম পঞ্চায়েত গোয়ালপোখর ১ ব্লক গ্রাম পঞ্চায়েত সদস্য।
” style=”border: 0px; overflow: hidden”” title=”ভোট কাটতে বাম, কংগ্রেসের জোট প্রার্থীকে সমর্থন বিজেপি ! West Bengal Panchayat Election 2023″ width=”853″>
এছাড়া আছেন, শ্যামা পারভিন, কালুভিটা গ্রাম, পখোরিয়া গ্রাম পঞ্চায়েত গোয়ালপোখর ১ ব্লক গ্রাম পঞ্চায়েত সদস্য। দীপক কুমার সিংহ, পশ্চিম পমাল গ্রাম, খাগড় গ্রাম পঞ্চায়েত গোয়ালপোখর ১ ব্লক গ্রাম পঞ্চায়েত সদস্য এবং ইলতাব, নীলবাড়ি গ্রাম, খাগড় গ্রাম পঞ্চায়েত গোয়ালপোখর ১ ব্লক গ্রাম পঞ্চায়েত সদস্য।