কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রথম বর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যুর ঘটনায় একের পর চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। ইতিমধ্যেই এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং আরও ছয় জন ছাত্রকে ডেকে পাঠানো হয়েছে থানায়। কিন্তু তার আগে হস্টেলের ঘর থেকে উদ্ধার ডায়েরিতে যে চিঠি পাওয়া গিয়েছে তা নিয়ে বিস্ফোরক দাবি করা হচ্ছে। তদন্তকারীদের মতে, সিনিয়রদের বয়ান ওই চিঠিতে লিখতে বাধ্য করা হয়েছিল মৃত ছাত্রকে। শুধু তাই নয়, তাতে জোর করে সইও করানো হয়। এমনকি মেরে ফেলা হবে এমন হুমকিও দেওয়া হয়েছিল স্বপ্নদীপ কুণ্ডুকে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নিহত ছাত্রকে দিয়ে ওই চিঠি লিখিয়েছিলেন গ্রেফতার হওয়া ছাত্রদের একজন। তাকে বলা হয়েছিল, সিনিয়রদের কথা শুনে না চললে ছাদ থেকে ছুড়ে ফেলে দেওয়া হবে! যে চিঠি উদ্ধার হয়েছে তাতে ডিন অফ স্টুডেন্টকে উদ্দেশ করে লেখা ওই চিঠিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগেরই এক ছাত্রের বিরুদ্ধে নিহত ছাত্রকে র্যাগিং করার অভিযোগ আনা হয়েছে। যদিও এই সই ছেলের নয় বলে জানিয়েছেন নিহত ছাত্রের বাবা। তদন্তকারীদের অনুমান, নির্যাতিত ছাত্র কোনও রকম চরম পদক্ষেপ করে ফেলতে পারে তা আগেই অনুমান করেছিল অভিযুক্তরা। তাই আগে ভাগে অন্যের ঘাড়ে দোষ চাপানোর জন্য ওই চিঠি লিখিয়েছিল তারা।
পুলিশ তদন্তে জানতে পেরেছে, মৃত্যুর আগের দিন বা কিছু সময় আগেই জোর করে ওই ছাত্রকে দিয়ে ওই চিঠি লেখানো হয়েছিল। সেই চিঠি লেখানোর সময় গ্রেফতার হওয়া তিনজন সেখানে উপস্থিত ছিল বলে অভিযোগ। তবে তারা ছাড়াও আরও কেউ থাকতে পারে বলে ধারনা। সেই সূত্রেই বাকিদের তলব করা হয়েছে বলে জানা গিয়েছে৷