নতুন ভোটারের অস্বাভাবিক বৃদ্ধি বাংলায়! গুরুতর অভিযোগ বিজেপির

নতুন ভোটারের অস্বাভাবিক বৃদ্ধি বাংলায়! গুরুতর অভিযোগ বিজেপির

কলকাতা: আর কয়েক সপ্তাহ পরেই বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যের ভোটের পরিস্থিতি এবং ভোটার তালিকা নিয়ে সংশয় প্রকাশ করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে নির্বাচন কমিশনে একাধিকবার গিয়েছে বঙ্গ বিজেপি ব্রিগেড। এদিন সাংবাদিক বৈঠক করে ফের একবার রাজ্যের ভোটার তালিকা নিয়ে শঙ্কা প্রকাশ করল রাজ্য বিজেপি। একইসঙ্গে নতুন ভোটার তালিকা নিয়ে গুরুতর অভিযোগ আনা হল।

এদিন সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত বলেন, পশ্চিমবঙ্গের প্রাথমিক পর্যায়ে যে ভোটার তালিকার নির্মাণের কাজ চলছে তারমধ্যে প্রধানত দুটো সমস্যা দেখা দিয়েছে। মৃত ভোটারদের নাম কাটা নিয়ে এবং যারা বাসস্থান বদলে দিয়েছে তাদের অনেকের নাম কাটা নিয়ে সমস্যা দেখা দিয়েছে। অন্যদিকে সবচেয়ে অবাক করার মত বিষয়, রাজ্যের বিভিন্ন জেলার নতুন ভোটারদের সংখ্যা অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে। এই নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সুনিল আরোরা পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছিলেন বলে এদিন জানিয়েছেন স্বপন দাশগুপ্ত। যদিও এই নতুন ভোটারদের নাম এবং ভোটার তালিকা নিয়ে অভিযোগ কম হচ্ছে না বিজেপির তরফ থেকে। স্বপন জানান, নতুন ভোটারদের তালিকা অডিট করার পর দেখা গিয়েছে পশ্চিমবঙ্গে ৯.০৬ শতাংশ নতুন ভোটার রয়েছে, যেটি এককথায় অস্বাভাবিক। 

এই অভিযোগ তোলার পর বিস্তারিতভাবে জেলা ভিত্তিক তথ্য দেন স্বপন দাশগুপ্ত। তিনি বলেন, সবথেকে বেশি নতুন ভোটার বৃদ্ধি পেয়েছে মালদা জেলায়, সেখানে ১৪.০৪ শতাংশ। তার পরেই রয়েছে মুর্শিদাবাদ, ১৪.০২। এরপর রয়েছে উত্তর দিনাজপুর ১৩ শতাংশ, দক্ষিণ দিনাজপুর ১১.০৮ শতাংশ, দক্ষিণ ২৪ পরগনা ১১.০৩ শতাংশ, জলপাইগুড়ি ৯.০৩ শতাংশ, উত্তর ২৪ পরগনা ৯ শতাংশ। পাশাপাশি তিনি আরো জানিয়েছেন, পশ্চিম মেদিনীপুর জেলার ৪টে বিধানসভা এলাকায় অবিশ্বাস্য ভাবে নতুন ভোটার বৃদ্ধি পেয়েছে। এই এলাকা গুলির মধ্যে রয়েছে ঘাটাল, চন্দ্রকোনা, মেদিনীপুর, দাসপুর। এই তথ্যের ভিত্তিতে স্বপন দাস গুপ্তের আশঙ্কা, সবকটি জেলার সীমান্তবর্তী। এই ক্ষেত্রে নতুন ভোটার বৃদ্ধি কিভাবে হচ্ছে সে বিষয়ে নির্বাচন কমিশনের তদন্ত করা উচিত। যদি তা না হয় তাহলে অনৈতিক এবং ও স্বচ্ছ নির্বাচন হবে বাংলায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 6 =