১৬ অগাস্ট ‘খেলা হবে’ দিবস! ‘গ্রেট ক্যালকাটা কিলিংস’ প্রসঙ্গ টানলেন স্বপন

১৬ অগাস্ট ‘খেলা হবে’ দিবস! ‘গ্রেট ক্যালকাটা কিলিংস’ প্রসঙ্গ টানলেন স্বপন

71c021a46cd828988afb91dec00917f9

কলকাতা: রাজ্যজুড়ে খেলাধুলোর প্রসারে রাজ্য সরকার এখন থেকে প্রতি বছর ১৬ আগষ্ট খেলা দিবস পালন করবে। তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ শহিদ দিবস উপলক্ষ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ফুটবলের জনপ্রিয়তার কথা মাথায় রেখে ঐদিন গ্রামের গরীব ছেলেদের হাতে ফুটবল তুলে দেওয়া হবে। দেশে যতদিন বিজেপি থাকবে ততদিন ‘খেলা হবে’ বলেও তিনি জানান। তবে ১৬ অগাস্ট তৃণমূল কংগ্রেস কেন ‘খেলা হবে’ দিবস পালন করছে তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। তাঁদের বক্তব্য, তৃণমূল দাঙ্গার স্মৃতি উসকে দিচ্ছে।

এই ইস্যুতে টুইট করেন বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত। তিনি বলেন, ১৯৪৬ সালের ১৬ অগাস্ট কলকাতায় ভয়ানক দাঙ্গা হয়েছিল যে ‘গ্রেট ক্যালকাটা কিলিংস’ নামে পরিচিত। সেই মুসলিম লীগের নেতৃত্বে সেই দাঙ্গা হয়েছিল বলে জানান তিনি। তাঁর কথায়, এই দাঙ্গার ভয়ঙ্কর স্মৃতি উসকে দিতেই বর্তমান সরকার এই দিনে ‘খেলা হবে’ দিবস পালন করার ঘোষণা করেছে। যদিও তৃণমূলের বক্তব্য, ১৯৮০ সালের ১৬ অগাস্ট ইডেনে মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচ ঘিরে ব্যাপক অশান্তি হয় এবং ১৬ জন সমর্থক মারা যান। তাই সেই দিন ফুটবলপ্রেমী দিবস হিসেবে পালিত হয়। এতদিন এর কোনও সরকারি স্বীকৃতি ছিল না। তৃণমূল সরকার এই স্বীকৃতি দিল।

এর পাশাপাশি আজ মুখ্যমন্ত্রী আরও জানান যে, বাংলায় দারিদ্রতা চল্লিশ শতাংশ কমেছে বলেও এই দিন তিনি দাবি করেন। বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্পের নিরিখে এই রাজ্য দেশের মধ্যে একটি মডেল বলেও দল নেত্রী জানিয়েছেন।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *