BJP-র প্রতীকে বিধায়ক হয়েছেন, ইস্তফা দিন! মুকুলের পদত্যাগের দাবিতে সরব স্বপন দাশগুপ্ত

BJP-র প্রতীকে বিধায়ক হয়েছেন, ইস্তফা দিন! মুকুলের পদত্যাগের দাবিতে সরব স্বপন দাশগুপ্ত

fb2ea8347c86c5dcb4508e65479bb6b2

কলকাতা:  মুকুল রায়ের সদস্য পদ খারিজের দাবিতে বিধানসভার অধ্যক্ষের কাছে চিঠি পাঠিয়েছেন বিরোধী দলনেতা শুভন্দু অধিকারী৷ তাঁর চিঠি গ্রহণ করেছে বিধানসভার সচিবালয়৷ ওই চিঠিতে বলা হয়েছে, মুকুল রায় তৃণমূলে প্রত্যাবর্তন করলেও তিনি আনুষ্ঠানিকভাবে এখনও বিজেপি বিধায়ক৷ ফলে দ্রুত তাঁর সদস্য পদ খারিজ করা হোক৷  মুকুল রায়ের পদত্যাগের দাবিতে সরব হয়েছ্ন স্বপন দাশগুপ্তও৷ টুইটে প্রতিক্রিয়া জানান তিনি৷ 

আরও পড়ুন- তথ্য দেয়নি রাজ্য, ডেঙ্গি মোকাবিলায় বাংলার বরাদ্দ ছাঁটল কেন্দ্র

 
এদিন টুইট করে বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত বলেন, ‘‘গত সপ্তাহে সর্বসমক্ষে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন মুকুল রায়৷ তাঁর দলত্যাগ নিয়ে কোনও সংশয় নেই৷ রাজনীতি নিজের পথে এগোবে৷ তবে আইন তাঁর পদত্যাগ দাবি করে৷ কারণ তিনি বিজেপি’র প্রতীকে জিতে বিধায়ক নির্বাচিত হয়েছেন৷ আশা করা যায় তিনি নিজেই পদত্যাগ করবেন৷ যে ভাবে ২০১৭ সালে রাজ্যসভা থেকে পদত্যাগ করেছিলেন, এবারও সেই পথই অনুসরণ করবেন৷’’ 

এই নিয়ে বিজেপি’র কড়া সমালোচনা করেছেন সুখেন্দু শেখর রায়৷ এদিন সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, আমাদের দলে ইতিপূর্বে অন্য দল থেকে যাঁরা যোগ দিয়েছেন, তাঁদের কাউকেই আমন্ত্রণ জানানো হয়নি৷ তাঁরা স্বেচ্ছায় যোগ দিয়েছেন৷ কিন্তু বিজেপি কর্ণাটক, মধ্যপ্রদেশ, নাগাল্যান্ড সহ আরও কয়েকটি ছোটখাটো রাজ্যে ভোটে হারার পরেও সাংসদদের নিয়ে ঘোড়া কেনাবেচা করেছে৷ তাঁদের প্রস্তাবে নিমরাজি বিধায়কদের রিসর্টে আটকে রাখা হয়েছে৷ কোথাও আবার মাঝরাতে রাজ্যপালকে ঘুম থেকে তুলে শপথ গ্রহণ করানো হয়েছে৷ গণতন্ত্রকে জলাঞ্জলি দিয়েছে বিজেপি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *