মাথা ফাটল এজেন্টের! স্বপনকে ঘিরে ‘জয় বাংলা’ স্লোগান

মাথা ফাটল এজেন্টের! স্বপনকে ঘিরে ‘জয় বাংলা’ স্লোগান

তারকেশ্বর: রাজ্যসভার পদ ছেড়ে বাংলার বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছেন স্বপন দাশগুপ্ত। তারকেশ্বরের প্রার্থীকে ঘিরে এদিন ব্যাপক উত্তেজনা সৃষ্টি হল সেখানে। এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, একইসঙ্গে প্রার্থী স্বপন দাশগুপ্তকে ঘিরে জয় বাংলা স্লোগান দেওয়া হল। সব মিলিয়ে তৃতীয় দফার নির্বাচনে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল তারকেশ্বরে।

জানা গিয়েছে, তারকেশ্বরের একই বুঝে পোলিং এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না বলে খবর পান বিজেপি প্রার্থী। সেখানে গিয়ে পৌঁছতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। স্বপন দাশগুপ্ত বাইরে থেকে লোক এনে অশান্তি সৃষ্টি করছেন বলে অভিযোগ করা হয়। পরবর্তী ক্ষেত্রে তাকে ঘিরে জয় বাংলা স্লোগান দেওয়া হয়। সেইখানে পুলিশ পরিস্থিতি কিছুটা সামাল দেওয়ার পর পরবর্তী ক্ষেত্রে আবার এক বুথে পোলিং এজেন্টের গাড়ি আটকানো হয় বলে অভিযোগ করে বিজেপি। এমনকি তৃণমূল কংগ্রেস কর্মী এবং সমর্থকরা গাড়ি ভাঙচুর করেছেন বলে অভিযোগ ওঠে। সেই সময়ে এক পোলিং এজেন্টের মাথা ফেটে যায় এবং তার প্রেক্ষিতে দায়ী করা হয় তৃণমূলকেই। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।

এদিন ভোটগ্রহণ শুরু হওয়ার আগেই তারকেশ্বরের বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তকে ফোন করে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এইবারই প্রথম ভোটের ময়দানে স্বপন দাশগুপ্ত। উল্লেখ্য, তৃতীয় দফায় যেভাবে একের পর এক প্রার্থী আক্রান্ত হলেন সেটা অবশ্য ভাবে নজিরবিহীন। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি মিলিয়ে ৫ জন প্রার্থী এদিন আক্রান্ত হয়েছেন। সেই আক্রান্ত প্রার্থীদের মধ্যে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সুজাতা মণ্ডল খাঁ, নির্মল মাঝি এবং নাজিবুল করিম। অন্যদিকে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী এবং বিধান পাড়ুইও আক্রান্ত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 6 =