স্বরাষ্ট্রসচিব পদে নন্দিনী চক্রবর্তীর নিয়োগ ‘অবৈধ’! প্রতিবাদে আদালতে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর

স্বরাষ্ট্রসচিব পদে নন্দিনী চক্রবর্তীর নিয়োগ ‘অবৈধ’! প্রতিবাদে আদালতে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর

কলকাতা:  স্বরাষ্ট্রসচিব পদে নন্দিনী চক্রবর্তীর নিয়োগকে ‘অবৈধ’ দাবি করে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর আগে স্বরাষ্ট্র সচিব পদে ছিলেন বিপি গোপালিক। রবিবারই তাঁর পদোন্নতি হয় এবং তিনি রাজ্যের মুখ্যসচিব পদে দায়িত্ব নেনে। তাঁর ছেড়ে যাওয়া স্বরাষ্ট্রসচিব পদেই নিয়োগ করা হয় নন্দিনীকে। রাজভবনের দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়ার পর পর্যটন দফরের প্রধান সচিবের দায়িত্ব সামলাচ্ছিলেন নন্দিনী৷ সেইসঙ্গে মেদিনীপুর ডিভিশনের কমিশনারের দায়িত্বও ছিল তাঁর কাঁধে৷  অন্য দিকে, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী অবসর নেওয়ার পর তাঁকে মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টার পদ দেওয়া হয়৷ শুভেন্দু অভিকারীর দাবি, নন্দিনীর নিয়োগ ‘অবৈধ’৷ স্বরাষ্ট্রসচিব নিয়োগের ৪৮ ঘণ্টা পর নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে এই দাবি জানান নন্দীগ্রামের বিধায়ক৷ তিনি আদালতে যাবেন বলেও সাফ জানান৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *