”দেউচা-পাচামিতে জমি দখল করতে এলেই ‘দ্বিতীয় নন্দীগ্রাম’ হবে”, হুঁশিয়ারি শুভেন্দুর

”দেউচা-পাচামিতে জমি দখল করতে এলেই ‘দ্বিতীয় নন্দীগ্রাম’ হবে”, হুঁশিয়ারি শুভেন্দুর

কলকাতা: মাথার উপর সূর্যের গনগনে রোদ৷ তারই মধ্যে দেউচা হাইস্কুল মাঠে দাঁড়িয়ে রাজ্য সরকারের বিরুদ্ধ সুর চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তাঁর হুঙ্কার, ‘‘দেউচা-পাঁচামিতে জমি দখল করতে এলে সংঘর্ষ কাকে বলে দেখিয়ে দেব। নন্দীগ্রামের মতো আন্দোলন হবে এখানেও..।” দেউচা পাঁচমিকে হাতিয়ার করে তিনি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরও একটি ‘নন্দীগ্রাম’ গড়ে তুলতে চাইছেন, তা এদিনের বার্তায় স্পষ্ট বলেই ধারণা রাজনীতির কারবারিদের৷ 

আরও পড়ুন- কলকাতায় মুরগির মাংস ৩০০ ছুঁইছুঁই, মাথায় হাত মধ্যবিত্তের

রামপুরহাট বিধানসভার অন্তর্গত মহম্মদবাজারের দেওয়ানগঞ্জ, হরিণশিঙা এবং নিশ্চিন্তপুর মৌজার খানপাঁচেক গ্রাম নিয়ে দেউচা পাঁচামি প্রকল্প শুরু করতে চলেছে রাজ্য সরকার৷ কিন্তু প্রথম থেকে এই প্রকল্প নিয়ে বিরোধিতার মুখে পড়তে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে। যদিও তা এতদিন স্থানীয়দের মধ্যেই সীমাবদ্ধ ছিল। সেই আন্দোলনকেই এবার রাজনৈতিক আন্দোলনের রূপ দিতে চাইছে বিজেপি। বৃহস্পতিবার বীরভূম জেলার মহম্মদ বাজার থানার রায়পুর বাস স্ট্যান্ড থেকে ৩ কিমি পথ মিছিল করে দেউচা হাইস্কুল মাঠে গিয়ে পৌঁছন বিজেপি নেতারা৷ সেখান থেকেই শুভেন্দুর হুঙ্কার, “এই দেউচা পাঁচামি কোনও শিল্প উদ্যোগ নয়। এটা হল পিসি-ভাইপোর আরেকটা ব্যবসা।আসানসোল, রানীগঞ্জ, পাণ্ডবেশ্বর, পুরুলিয়া থেকে কয়লা ফাঁকা করে দিয়েছে।” তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নাম না নিয়েই শুভেন্দু বলেন, “ওঁ এখানকার ছোট মুখ্যমন্ত্রী। উনি ভেবেছিলেন এখানে সব কিছু পালটে দেবেন। কিন্তু সেটা আমরা হতে দেব না।”