নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: রবিবারের দুপুরে গোপীবল্লভপুরে বিজেপির যোগদান মেলায় গিয়েছিলেন গেরুয়া শিবিরের নব্য সদস্য শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ সেই মঞ্চ থেকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই তৃণমূল সরকারকে তোপ দাগেন শুভেন্দু৷ এই সভা থেকেই পঞ্চায়েত স্তরে তৃণমূলের দুর্নীতি নিয়ে মমতা সরকারকে বিদ্ধ করেন শুভেন্দু৷ পঞ্চায়েত ভোটের কথা তুলে বিস্ফোরক দাবি শুভেন্দুর৷ বলেন, পুলিশকে ব্যবহার করে মধ্যরাতে বিজেপিতে ছাপ দেওয়া ব্যালটকে জোড়াফুল বলে চালিয়ে দেওয়া হয়েছে৷
শুভেন্দু তোপ দেগে বলেন, শৌচালয় তৈরির যে টাকা কেন্দ্র থেকে এসেছে তা মেরে খেয়ে নিয়ে তৃণমূলের পঞ্চুরা৷ এভাবেই তারা গরিব মানুষদের বঞ্চনা করেছে৷ শুভেন্দুর কথায়, জঙ্গলমহলের মানুষেরা ছোট ছোট ঘরে থাকেন৷ সেই ঘরগুলোর মাঝখানে একটা আধটা দোতলা তিনতলা বাড়ি রয়েছে যা তৃণমূলের পঞ্চুদের৷ যে ভাঙা সাইকেলে চাপত সে এখন তিনটে স্করপিওর মালিক৷ তিনি আরও বলেন, তৃণমূলের পঞ্চুরা আইসিডিএসএর চাকরিও নিজের ঘরের বাইরে কাউকে দেয়নি৷ এতটা নির্দয় ও সহানুভূতিহীন৷ চার-পাঁচ হাজার টাকা মাইনের কন্ট্রাকচুয়াল কাজ দিয়ে পাঁচ-সাত লাখ টাকা নিয়েছে৷
এদিনের মঞ্চ থেকে তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু এদিন বলেন, জঙ্গলমহলে বিজেপি অনেক শক্তিশালী৷ আরও শক্তিশালী করব৷ ২০ হাজারে জিতে থাকলে ৫০ হাজারে জেতাব৷ ৫০ হাজরে জিতে থাকলে ৮০ হাজারে জেতাব৷ একইসঙ্গে শুভেন্দু বলেন পিসি-ভাইপো কোম্পানি এতদিন তাঁকে জঙ্গলমহলে আসতে দেয়নি৷ পিসি- ভাইপোর পার্টিকে হারাতেই হবে, চরম হঁশিয়ারি শুভেন্দুর৷