Aajbikel

‘বাংলার শিল্প ক্ষতে নুনের ছিটে, মমতার খিদের মাশুল দিতে হচ্ছে রাজ্যকে’, সিঙ্গুর নিয়ে বিঁধলেন শুভেন্দু

 | 
মমতা শুভেন্দু

কলকাতা: সিঙ্গুরে ন্যানো কারখানা বন্ধের প্রেক্ষিতে টাটা মোটরসকে ৭৬৫.৭৮ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে পশ্চিমবঙ্গ সরকারের শিল্পোন্নয়ন নিগমকে। এমনই নির্দেশ দিয়েছে তিন সদস্যের সালিশি আদালত (আরবিট্রাল ট্রাইব্যুনাল)৷ টাটাকে ক্ষতিপূরণের সেই নির্দেশকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার টুইট করে তিনি বলেন, ‘‘সোনাকে ছাই বানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার শিল্প সম্ভাবনাকে ধ্বংস করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কর্ম সংস্থানকে নষ্ট করেছেন৷ আজকের রায় বাংলার শিল্প-ক্ষতের উপর নুনের ছিটে। মমতা বন্দ্যোপাধ্যায়ের খিদের মাশুল দিতে হচ্ছে রাজ্যকে। রাজ্যের অর্থনীতিকে অনন্ত অন্ধকারের অন্তহীন গুহায় ফেলে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বার্থপরতা।’’


 

এদিকে, এই রায়ের পর সোমবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে বিবৃতি দিয়ে টাটা জানিয়েছে, “২০২৩ সালের ৩০ অক্টোবর তিন সদস্যের সালিশি আদালতে সিঙ্গুরে অটোমোবাইল কারখানা মামলার নিষ্পত্তি করা হয়েছে। সর্বসম্মত ভাবে ট্রাইবুনাল, টাটা মোটরসকে ৭৬৫.৭৮ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে, ২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে সম্পূর্ণ ক্ষতিপূরণ পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত ১১ শতাংশ হারে সুদ দিতে বলা হয়েছে।”

Around The Web

Trending News

You May like