suvendu
নিজস্ব প্রতিনিধি: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বুধবার তীব্র আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে সাংবাদিক সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী নাম না করে শুভেন্দুর বিপুল সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন। বুধবারই এর জবাব দিয়েছিলেন শুভেন্দু। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার নিজের আয়কর রিটার্ন সম্পর্কিত নথি প্রকাশ্যে এনে ফের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন নন্দীগ্রামের বিধায়ক।
সোশ্যাল মিডিয়ায় এদিন আয়কর রিটার্নের নথি দেখিয়ে বিরোধী দলনেতার পাল্টা চ্যালেঞ্জ, “এর বেশি এক পয়সাও বেশি রোজগার করে থাকলে তা প্রমাণ করে দেখাক রাজ্যের গোয়েন্দা বাহিনী।” শুভেন্দু বলেছেন,”আমি আয়কর রিটার্ন প্রকাশ করলাম। মুখ্যমন্ত্রী পারলে নিজের বসতবাড়ির দলিল প্রকাশ করুন। স্পষ্ট হবে জমিটি আইনিভাবে তাঁদের রয়েছে, নাকি সেটা দখল করা হয়েছে।”
পুলিশের পর কলকাতা হাইকোর্টও বুধবার নির্দেশে জানিয়ে দেয় বাঁকুড়ার কোতুলপুরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান বুধবার করা যাবে না। আর এদিনই সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে শুভেন্দুকে তীব্র আক্রমণ করেছেন। পাল্টা তার জবাব দেন বিরোধী দলনেতা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু ক্ষোভ উগরে দেন শাসকদলের উপর।
মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন, “আপনি শুনে রাখুন। আপনার ভাইপো, আপনার পরিবারের, ইনকাম ট্যাক্সে কিছুই দেখানো নেই। আমার সবই দেখানো আছে।” এরপরই তাঁর পেট্রোল পাম্পের কথা তুলে ধরে বলেন, ”পেট্রোল পাম্প সব বৈধ, আপনি মুখ্যমন্ত্রী হওয়ার আগের পেট্রোল পাম্প। একুশ সালের শুভেন্দু অধিকারীর হলফনামা দেখে নেবেন আপনি।”
বুধবার নাম না করে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে নিশানা করে বলেছেন, “কারও কারও ৬০-৭০-৮০টা ট্রলার আছে, নানা লোকেই বলে। কত বেনামি বাড়ি আছে, কত পেট্রোল পাম্প আছে, কত কোটি কোটি টাকা রয়েছে। তারা বড় বড় কথা বলে কি করে?” এই ইস্যুতে তদন্তের হুঁশিয়ারিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। এরপরই মুখ্যমন্ত্রীকে পাল্টা নিশানা করেছেন শুভেন্দু। স্পষ্ট দাবি করেছেন, তাঁর যা সম্পত্তি রয়েছে সবই বৈধ। বৃহস্পতিবার ফের সেই দাবি করলেন তিনি।