শুভেন্দুর ইস্তফায় আইনি জটিলতা! বৈধতা নিয়ে প্রশ্ন তুললেন অধ্যক্ষ

পদত্যাগপত্র দেয়ার সঙ্গে সঙ্গেই বিতর্কের অবসান ঘটছে না

20a31d07b25d183a55a94a1ab9eac808

 

কলকাতা: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এদিন বিধানসভা ভবনে গিয়ে নিজের ইস্তফা পত্র জমা দিয়েছেন শুভেন্দু অধিকারী। তবে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় না থাকায় তাঁর সচিবের কাছে সেই ইস্তফাপত্র পেশ করেন তিনি। এছাড়া বিমান বন্দ্যোপাধ্যায়কে ইমেইল মারফত পদত্যাগপত্র পাঠিয়েছেন শুভেন্দু। তবে পদত্যাগপত্র দেয়ার সঙ্গে সঙ্গেই বিতর্কের অবসান ঘটছে না কারণ, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শুভেন্দু অধিকারীর পদত্যাগ পত্র বৈধ নয়!

ইস্তফাপত্র প্রসঙ্গে বিমান বন্দ্যোপাধ্যায় জানান, আগে বিধানভবনে গিয়ে তিনি ইস্তফাপত্র দেখবেন, তারপর আইন অনুযায়ী পদক্ষেপ নেবেন। তার আগে এ ব্যাপারে কোনো পদক্ষেপ নয়। বিমানের কথায়, শুভেন্দু অধিকারীর যেভাবে সচিবের হাতে পদত্যাগপত্র দিয়েছেন সেটা বৈধ নয়, এইভাবে পদত্যাগপত্র সচিবের হাতে দিয়ে পদত্যাগ করা যায় না। তাই শুভেন্দু অধিকারীর পদত্যাগ নিয়েও এখন বিতর্কের রেশ। উল্লেখ্য, এদিন বিকেল চারটে নাগাদ বিধানসভা ভবনে পৌঁছে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে ইস্তফা দিতে চান শুভেন্দু অধিকারী। কিন্তু সেই সময় সেখানে ছিলেন না তিনি। অতঃপর স্পিকারের সচিবের কাছে সেই পদত্যাগপত্র পেশ করেন তিনি। 

সূত্রের খবর আগামী শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জনসভার মধ্যে দিয়েই বিজেপিতে যোগদান করতে চলেছেন শুভেন্দু অধিকারী। তিনি যে বিজেপিতে যোগদান দেবেন সে নিয়ে চর্চা প্রথম থেকেই ছিল, তবে শুধু জনসমক্ষে ঘোষণা বাকি ছিল। এখন তিনি যে বিজেপিতে যোগদান করছেন তা মোটামুটি পরিষ্কার। বিগত কিছুদিনে নাম না করে তৃণমূল কংগ্রেস এবং ঘাসফুলের একাধিক নেতাকে আক্রমণ করেছেন শুভেন্দু। ইঙ্গিত দিয়েছেন, যারা বড় বড় কথা বলছেন তারা ভোটের বাক্সের মাধ্যমে জবাব পেয়ে যাবেন। এদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও পরোক্ষে আক্রমণ করা হয়েছে তাঁকে। যা করেছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সবমিলিয়ে এটা বোঝা শক্ত নয় যে, রাজনৈতিক ময়দানে খুব শীঘ্রই সম্মুখসমরে আসতে চলেছেন মমতা এবং শুভেন্দু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *