‘প্রাধানমন্ত্রী পা ধরতে হবে না’, অপমান করছেন, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শুভেন্দুর

‘প্রাধানমন্ত্রী পা ধরতে হবে না’, অপমান করছেন, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শুভেন্দুর

কাঁথি:  কলাইকুণ্ডায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর বৈঠক এড়ানোর পর থেকেই সরগরম রাজনৈতিক মহল৷ শনিবার দীঘা থেকে ফিরেই গতকাল ঠিক কী কী ঘটেছিল তা সাংবাদিক বৈঠক করে তুলে ধরেন তিনি৷ বিভিন্ন কারণের পাশাপাশি শুভেন্দু অধিকারীকে নিয়েও যে তাঁর আপত্তি ছিল, সে কথাও বুঝিয়ে দেন তিনি৷ আর এর পরেই মুখ খোলেন বিরোধী দলনেতা৷ মমতার বক্তব্য অসত্য বলে তোপ দাগেন তিনি৷ 

আরও পড়ুন- গুজরাতে বিরোধী দলনেতাকে ডাকা হয়না, বাংলায় কেন? শুভেন্দুকে নিয়ে আপত্তি মমতার

এদিন শুভেন্দু বলেন, গতকাল দুপুরে পর থেকে গোটা দেশ জুড়ে একটি বিষয় নিয়ে চর্চা শুরু হয়েছে৷ ঘূর্ণিঝড় আছড়ে পড়ায় ৪৮ ঘণ্টা কাটার আগেই ওডিশা ও বাংলার পরিস্থিতি পরিদর্শনে এসেছিলেন প্রধানমন্ত্রী৷ কলাইকুণ্ডায় রিভিউ মিটিং করে পুরো বিষয়টি সম্পর্কে অবগত হওয়া ও কী কী পদক্ষেপ করা হবে, তা নিয়ে আলোচনা করা ছিল তাঁর লক্ষ্য৷ কিন্তু গতকালের বৈঠকে মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব ও তাঁর আধিকারিকবৃন্দ যে ভাবে প্রধানমন্ত্রীকে অপমান করেছেন তার কোনও ভাষা হয় না৷  

শুভেন্দু জানান, গত কয়েক দিন ধরেই প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন তিনি৷ যাতে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের এজেন্সি রাজ্য সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারে৷ তিনি আরও বলেন, ‘‘আমরা উপকূলবর্তী এলাকা থেকে নির্বাচিত৷ ঘূর্ণিঝড়ে সুন্দরবন থেকে দীঘা পর্যন্ত উপকূলের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে৷ আমাদেরও এ বিষয়ে বক্তব্য ছিল৷ সে কারণেই প্রধানমন্ত্রীর দফতর থেকে বলা হয়েছিল, কলাইকুণ্ডায় দেখা করে প্রধানমন্ত্রীকে নিজেদের বক্তব্য জানাতে৷’’ 

শুভেন্দুর অভিযোগ, মুখ্যমন্ত্রী আজ সাংবাদিক বৈঠক করে অসত্য কথা বলেছেন৷ প্রথমত আগের দিন বৈঠকের বিষয় জানার যে কথা তিনি বলেছিলেন তা সঠিক নয়৷ ওই বৈঠকে যোগদান করবেন বলে মুখ্যমন্ত্রী তাঁর সফর সূচি নতুন করে সাজিয়েছিলেন৷ কিন্তু প্রশাসনিক বৈঠক আছে বলে প্রধানমন্ত্রীর বৈঠকে থাকতে পারবেন না জানিয়ে গতকাল বেরিয়ে যান মুখ্যমন্ত্রী৷ আসলে বৈঠকের আগের দিন রাতে পিএমও থেকে জানানো হয় কলাইকুণ্ডার বৈঠকে কাকে কাকে থাকতে বলা হয়েছে৷ জানানো হয় ওই বৈঠকে থাকবেন রাজ্যপাল, রাজ্য থেকে নির্বাচিত কেন্দ্রীয় মন্ত্রী এবং বিরোধী দলনেতা৷ বিরোধী দলনেতাকে ডাকা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন তোলেন তিনি৷ 

শুভেন্দু আরও বলেন, এর পর মুখ্যমন্ত্রী জানান আকাশে ১৫-২০ মিনিট তাঁক কপ্টার চক্কর কাটে৷ কিন্তু ১টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী ও ২টো ৫ মিনিটে মুখ্যমন্ত্রীর কপ্টার নামে৷ এখানেও অসত্য বলেছেন তিনি৷ পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, ওডিশায়, গুজরাতে বিরোধী দলনেতাদের ডাকা হয়নি৷ শুভেন্দুর কথায়, এটাও সত্য নয়৷ ওডিশাতেও বিরোধী দলনেতাকে বৈঠকে ডাকা হয়েছিল৷ উনি কোভিড আক্রান্ত হওয়ায় আসতে পারেননি৷ বিজেপি বিধায়র বলেন, এই অসত্য তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী ওঁনার অহংকার ও রাজনীতি করার চেষ্টা করছেন৷ শুভেন্দু আরও জানান কংগ্রেস নেতা অধীর চৌধুরীকেও এই বৈঠকে ডাকা হয়েছিল৷ তিনি দিল্লিতে থাকায় আসতে পারেননি৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − two =