Aajbikel

টেট চাকরিপ্রার্থী শুভেন্দু-সুজন-দিলীপ! কলকাতা হাই কোর্টের দ্বারস্থ আইনজীবীরা

 | 
শুভেন্দু দিলীপ সুজন

 কলকাতা: সদ্যই ২০১৪ টেট পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই তালিকা দেখে চোখ কপালে অনেকেরই৷  দেখা গেল ২০১৪-র টেট পাশ প্রার্থীদের তালিকায় রয়েছে দিলীপ ঘোষ, সুজন চক্রবর্তী এবং শুভেন্দু অধিকারীর নাম! 

আরও পড়ুন- দোড়গোড়ায় শীত! ঝঞ্ঝা সরতেই কলকাতায় পারদ পতন, সোমবার আরও ১ ডিগ্রি কমল তাপমাত্রা


এই বিষয়টি জানাজানি হতেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করার সিদ্ধান্ত নিয়েছেন আইনজীবীরা। আদালত সূত্রে তেমনটাই জানা গিয়েছে৷ চাঞ্চল্যকর বিষয়টি হল, পর্ষদের প্রকাশিত ওই তালিকায় ১০০-তে ১০০ পেয়ে প্রথম স্থান দখল করেছেন শুভেন্দু অধিকারী। ৯৯ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন সুজন চক্রবর্তী এবং ৯৮ পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন দিলীপ ঘোষ। 

বিষয়টির গোড়ায় পৌঁছতে তদন্তের দাবি জানানো হবে বলে জানা যাচ্ছে। আদৌ এই নামে কোনও পরীক্ষার্থী রয়েছেন, নাকি পুরোটাই কাল্পনিক? নাকি ইচ্ছাকৃতভাবে রাজ্যের বিরোধী দলের নেতাদের নাম ওই তালিকায় রাখা হয়েছে? এ বিষয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করা হবে। এই খবর জানাজানি হতেই শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে৷ 

এ প্রসঙ্গে বাম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘‘আমি জীবনে কোনও দিন কোনও চাকরির দরখাস্ত করিনি। সবটাই ভুতুড়ে কাণ্ড। টেট যে একটি ভুতুড়ে কারবার তা এই ঘটনা থেকে স্পষ্ট৷ যারা সাদা খাতা জমা করেছে বা যারা চাকরির আবেদনই করেনি, তাঁদের নাম তালিকায় জ্বলজ্বল করছে। আর যাঁরা পাশ করেছেন, তাঁরা বঞ্চিত। এটাই তৃণমূল সরকারের নীতি। এরা শুধু টাকাই চিনেছে তাই ইধার কা মাল উধার করেছে।"

Around The Web

Trending News

You May like