কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা এবং মনোনয়ন পর্ব শুরু হওয়ার পরেই অভিযোগ উঠতে শুরু করেছে যে, বিরোধীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হচ্ছে। মূলত অভিযোগে বিদ্ধ তৃণমূল কংগ্রেস। শাসক দলের বিরোধিতা করে এবার সরাসরি রাজ্য নির্বাচন কমিশনের দফতরে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তারা সঙ্গে নিয়েছিলেন বিজেপির একাধিক প্রার্থীদের। একই সঙ্গে অন্য দলের যারা মনোনয়ন দিতে পারেনি, সেই প্রার্থীদেরও আগামীকাল কমিশনের দফতরে আসার আহ্বান জানিয়েছেন তারা।
বুধবার উত্তর ২৪ পরগনার বসিরহাট থেকে বাসে করে বিজেপির একাধিক মনোনীত প্রার্থীদের নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের দফতরে যান শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার। তাদের বক্তব্য, বিজেপি সহ অন্যান্য বিরোধী প্রার্থীদের শাসকদল মনোনয়ন জমা দিতে দিচ্ছে না। বিডিও অফিস ঘিরে মনোনয়ন জমা দিতে বাধা দিচ্ছে তারা। এই সমস্যার সমাধান যাতে করা হয় সেই কারণেই এমন পদক্ষেপ নিয়েছে বিজেপি। সঙ্গে অন্য বিরোধী দলকেও এই সিদ্ধান্ত নিতে ডাক দিয়েছে তারা। যদিও আজ প্রার্থীদের নিয়ে কমিশনের দফতরে ঢুকতে গিয়ে প্রথমে বাধার মুখে পড়েন বিজেপি নেতারা। স্বাভাবিকভাবেই এক উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় দফতরের গেটের সামনে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”ভোট কাটতে বাম, কংগ্রেসের জোট প্রার্থীকে সমর্থন বিজেপি ! West Bengal Panchayat Election 2023″ width=”853″>
এদিন রাজ্য নির্বাচন কমিশনের দফতরে এসে বিজেপি নেতৃত্ব দাবি করে, বাসে করে প্রায় শতাধিক বিজেপি প্রার্থীরা এসেছিলেন। যদিও পুলিশের দাবি তারা ৩৫ জন ছিলেন। বিজেপির বক্তব্য, কলকাতা হাইকোর্টের নির্দেশ আছে মনোনয়ন জমা দিতে না পারলে নির্বাচন কমিশনে অভিযোগ জানান যাবে। সেই কারণেই তারা আজ আসেন এখানে। শেষে জানা গিয়েছে, সকলকে ঢুকতে না দিলেও কমিশন ৫ জন প্রার্থীকে ভিতরে ঢোকার অনুমতি দেয়।