১ লক্ষ লোক নিয়ে নবান্ন অভিযানের পরামর্শ! চাকরিপ্রার্থীদের মিছিলে একসঙ্গে শুভেন্দু-কৌস্তভ

১ লক্ষ লোক নিয়ে নবান্ন অভিযানের পরামর্শ! চাকরিপ্রার্থীদের মিছিলে একসঙ্গে শুভেন্দু-কৌস্তভ

4bc3a65040e8e1d70b63234266df8a73

কলকাতা: নিয়োগের দাবিতে গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা আজ নির্ধারিত রুট দিয়েই মিছিল করেছেন। সেই মিছিলের যোগ দিয়েছিলেন বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মিছিল থেকেই তিনি নবান্ন অভিযানের ডাক দিতে বার্তা দিয়েছেন চাকরিপ্রার্থীদের। কিন্তু সবথেকে বড় যে বিষয় নিয়ে আলোচনা চলছে তা হল, শুভেন্দু অধিকারীর পাশে আজ এই মিছিলের দেখা গিয়েছে কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীকে! তাহলে তাঁর হাত ধরেই কি বিজেপিতে আগামী দিনে দেখা যাবে কৌস্তভকে? প্রশ্ন উঠে গেল। 

আজ এই মিছিলের রুট নিয়ে আপত্তি জানিয়েছিল রাজ্য সরকার, পুলিশ। তারা চেয়েছিল মিছিল যাতে ক্যামাক স্ট্রিট দিয়ে না যায়। কিন্তু কলকাতা হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। তাই যে রুট ঠিক হয়েছিল তা দিয়েই মিছিল গিয়েছে। এই ইস্যুতে চাকরিপ্রার্থীদের আইনজীবী ছিলেন কৌস্তব বাগচী। তিনি মিছিলে থাকতেন তা প্রায় স্বাভাবিক। কিন্তু তাঁর পাশে বিজেপির শুভেন্দু অধিকারী থাকায় জল্পনা বাড়ছে। দুজন যদি দু’রকম সময়ে মিছিলে হাঁটতেন তাহলে হয়তো এত কথা হত না। কিন্তু দুজনকে একসঙ্গে পাশাপাশি হাঁটতে দেখা গিয়েছে, আর তা নিয়েই নয়া আলোচনা। 

যদিও শুভেন্দু হোন কিংবা কৌস্তভ, একে অপরকে নিয়ে কেউই কোনও মন্তব্য করেননি। কৌস্তব জানান, এই ইস্যুতে যে কেউ মিছিলে হাঁটতে পারেন। ছেলেমেয়েদের চাকরি পাওয়া নিয়ে দরকার। তাদের জন্য এই মিছিলে আসা। তা মুখ্যমন্ত্রী নিজে আসুন, অন্য মন্ত্রীদের পাঠান, তাতেও তাঁর মিছিলে হাঁটতে কোনও সমস্যা নেই। এদিকে শুভেন্দু অধিকারী আবার চাকরিপ্রার্থীদের নবান্ন অভিযানের ডাক দিতে আহ্বান জানান। তাঁর বক্তব্য, অন্তত ১০টা সংগঠনের সদস্যরা চাকরির দাবিতে রোদ, বৃষ্টি, ডেঙ্গি মাথায় করে বসে আছেন। তাদের উচিত ১ লক্ষ মানুষ নিয়ে নবান্ন অভিযান করা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *