×

নওশাদের মুক্তির দাবিতে সরব শুভেন্দু, নিজের মন্তব্য থেকে সরলেন বিমান

 
nausad

কলকাতা: আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী গ্রেফতার হয়েছেন অনেকদিন হল। তাঁর এই গ্রেফতারি নিয়ে রাজ্যে উত্তাপ যে ক্রমশ বাড়ছে তা বলা যায় কারণ বিজেপির তরফ থেকে এর প্রতিবাদ করা হয়েছে। আবার কিছুদিন আগে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এতদিন ধরে জেলে নওশাদকে রাখার কোনও মানে হয় না। বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী তো ফের একবার এই নিয়ে আওয়াজ তুলেছেন, কিন্তু নিজের মন্তব্য থেকে সরে গিয়েছেন বিধানসভার অধ্যক্ষ। ঠিক কী বলছেন এখন তিনি?

আরও পড়ুন- 'সেক্স অ্যাডভেঞ্চার'-এর অভিজ্ঞতা ফাঁস ঋতাভরীর, রণবীর বললেন, যৌনতা খারাপ নাকি?

কিছুদিন আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছিলেন, নওশাদের দম আছে, তিনি আত্মসমর্পণ করেননি এই সরকারের কাছে। এবার ফের তাঁকে সম্পর্কে মন্তব্য করে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে দাবি তুললেন শুভেন্দু। এতেই রাজ্যের রাজনৈতিক পারদ আরও বেড়েছে। সাগরদিঘি নির্বাচনের জন্য প্রচারে গিয়েছে তিনি বলেন, যেভাবে সিএএ–এনআরসি’‌র প্রতিবাদ করতে রাস্তায় নেমে আন্দোলন হয়েছিল এবার সেভাবেই আন্দোলন করতে হবে। এই আবহেই আবার বিধানসভা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে হইচই পড়েছে। 

সংখ্যালঘু বিধায়কের গ্রেফতারি প্রসঙ্গে বিমানের যে বক্তব্য ছিল তা থেকে ১৮০ ডিগ্রি এখন ঘুরে গিয়েছেন তিনি। বর্তমানে বিমান মনে করেছেন, আইন আইনের পথেই চলবে কারণ নওশাদ অত্যন্ত খারাপ কাজ করেছেন। একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তির নেতৃত্বে এই ধরনের ঘটনা ঘটল। অত্যন্ত নিন্দনীয় অপরাধ, এমনই মন্তব্য করেন বিমান। 

From around the web

Education

Headlines