নিজস্ব প্রতিনিধি, কাঁথি: বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে তিনি যেখানেই গেছেন তার নিশানার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ভাইপোর নাম৷ রবিবার কাঁথিতে ফের স্বমহিমায় শুভেন্দু অধিকারী৷ ভাইপোকে তুলোধনা করলেন বিজেপির নব্য সদস্য শুভেন্দু৷ ভাইপোর সঙ্গে সঙ্গে তোপ দাগলেন রাজ্য পুলিশকেও৷ শুভেন্দুর কথায়, ‘এখানে এক আইসিকে পাঠিয়েছে ভাইপো৷ যে রাতে মদ খাচ্ছে আর দিনের বেলায় ভাইপোর পা চাটছে৷’ তিনি বলেন, সোজা কী করে করতে হয় তা তাঁর জানা আছে৷
শুভেন্দু আরও বলেন, পঞ্চায়েত ভোটে যদি লড়তে দিত তাহলে সব সিটেই জিতত বিজেপি৷ একটাও লোককে তৃণমূল নমিনেশন ফাইল করতে দেয়নি বলেও দাবি তাঁর৷ তিনি বলেন, নন্দীগ্রামে খেজুরিতে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন তিনি, লক্ষণ শেঠ, কিষাণ জির মতো লোকেদের সোজা করে দিয়েছেন তিনি৷ একইসঙ্গে শুভেন্দু আশ্বাস দিয়ে বলেন, এই প্রাইভেট লিমিটেড কোম্পানিকে তুলে ফেলার দায়িত্ব বিজেপির সঙ্গে তিনিও নিয়েছেন৷
রবিবার ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে বিজেপির যোগদান মেলাতেও শুভেন্দু অধিকারির বক্তব্যে উঠে এসেছিল পঞ্চায়েত ভোটের প্রসঙ্গ৷ শুভেন্দুর দাবি, পুলিশকে ব্যবহার করে মধ্যরাতে বিজেপিতে ছাপ দেওয়া ব্যালটকে জোড়াফুল বলে চালিয়ে দেওয়া হয়েছে৷ প্রশ্ন উঠছে যদি এই সব অভিযোগই সত্যিই হয় তাহলে এতদিন পর কেন মুখ খুললেন শুভেন্দু৷ কেন তৃণমূলে থাকাকালীন দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেননি তিনি? শাসকদলের বিরুদ্ধে শুভেন্দুর একের পর এক বিস্ফোরক অভিযোগ কত বড় প্রভাব ফেলবে একুশের নির্বাচনে সেটাই এখন দেখার৷