স্মৃতি-ধর্মেন্দ্রকে নিয়ে মেগা রোড শো! আজ মনোনয়ন জমা শুভেন্দুর

মনোনয়ন জমা দেওয়ার আগে নন্দীগ্রামের দুটি মন্দিরে পুজো দিচ্ছেন শুভেন্দু অধিকারী

1cfb2e6948737a2bcde5bec208560d89

নন্দীগ্রাম: রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু নয়, প্রাক্তন দলনেত্রীর বিরুদ্ধে ভোটে লড়বেন শুভেন্দু অধিকারী। তাঁর ভোট যুদ্ধের ঠিকানা চূড়ান্ত হয়ে যাওয়ার পরেই রাজ্য রাজনীতিতে ‘হাইভোল্টেজ’ নন্দীগ্রাম। দুদিন আগেই নন্দীগ্রাম থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ পালা শুভেন্দু অধিকারীর।

নন্দীগ্রাম থেকে মনোনয়ন পত্র জমা দেওয়ার পরে বাঁ পায়ে চোট পেয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলের তরফে আনা হয়েছে তাঁর উপর ‘হামলার’ অভিযোগ এবং খুব স্বাভাবিক ভাবেই এক্ষেত্রে সন্দেহের আঙুলটা রয়েছে বিজেপির দিকে। তবে এ ব্যাপারে বিশেষ মুখ খুলতে দেখা যায়নি সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীকে। নন্দীগ্রামে প্রচার, পুজো আর মনোনয়নকেই আপাতত গুরুত্ব দিচ্ছেন রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী।

গেরুয়া শিবির সূত্রের খবর, আজ শুক্রবার বেলা ১২টা নাগাদ হলদিয়া মহকুমা শাসকের অফিসে গিয়ে মনোনয়ন পত্র জমা দেবেন শুভেন্দু অধিকারী। যথারীতি রোড শোয়ের মাধ্যমেই নন্দীগ্রাম থেকে বিডিও অফিসে পৌঁছবেন তিনি। এদিন তাঁর সঙ্গে রোড শো’তে সামিল হওয়ার কথা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের। জানা গেছে, শুভেন্দু অধিকারীর সঙ্গে আজ পদযাত্রায় অংশ নেবেন স্মৃতি ইরানি এবং ধর্মেন্দ্র প্রধান। ‘ভূমিপুত্র’ এবং কেন্দ্রীয় নেতৃত্বের এই সমাবেশে বিপুল জনসমাগমের আশা করছে পদ্ম শিবির।

মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে আজ দুটি মন্দিরে পুজো দিচ্ছেন শুভেন্দু অধিকারী। জানা গেছে, নন্দীগ্রামের সিংহবাহিনী মন্দিরে সকালে পুজো দেওয়ার পর তিনি চলে যাবেন সোজা জানকিনাথ মন্দিরে। তারপর সেখান থেকেই শুরু হবে মনোনয়ন নিয়ে শুভেন্দু অধিকারীর মেগা রোড শো। উল্লেখ্য, আগামী ১ এপ্রিল ‘হাইভোল্টেজ’ নন্দীগ্রামে হবে ভোট গ্রহণ। শুভেন্দু মমতা ছাড়াও এই কেন্দ্র থেকে প্রার্থী ঘোষণা করেছে বাম শিবির। তরুণ নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় এবার লড়াই করবেন ‘হাইভোল্টেজ’ নন্দীগ্রামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *