কলকাতা: বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার অভিযোগে এদিন রাজ্যপালের দরবারে গিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়৷ রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করে অভিযোগ জানান তাঁরা৷ বৈঠকের পর শোভন বলেন, ‘‘আল আমিন কলেজ থেকে বৈশাখীকে বার করার চেষ্টা চলছে৷ কিন্তু কলেজটা কারও অ্যাজেন্ডা পূরণের জায়গা নয়৷ নিজেদের কাজের সমালোচনা করা উচিত সরকারের৷’’
আরও পড়ুন- ‘রাজনীতির স্বার্থে বহিরাগত তত্ত্ব’, কৃষক আন্দোলন নিয়েও মমতাকে খোঁচা দিলীপের
এদিন তাঁর বক্তব্যে উঠে আসে শুভেন্দু অধিকারীর প্রসঙ্গও৷ যাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এখন সবচেয়ে বেশি চর্চা চলছে রাজনৈতিক মহলে৷ এদিন শোভন বলেন, ‘‘অনেক ছোট থেকেই শিশির দা এবং শুভেন্দুকে চিনি৷ শুভেন্দু কী করবেন, সেটা তিনি নিজেই জানাবেন৷ সকলেরই নিজস্ব সম্মান রয়েছে৷ তিনি একজন যোদ্ধা৷’’ কেউ যদি তাঁর অধিকার না পায়, তাহলে তার বিচার হওয়া উচিত বলেও উল্লেখ করেন প্রাক্তন মেয়র৷ দলের সঙ্গে মতানৈক্যের জেরেই ঘাস ফুল ছেড়ে যোগ দিয়েছিলেন শোভন-বৈশাখী৷ তবে বিজেপি’তে তাঁদের ভূমিকা এখনও সক্রিয় নয়৷ এরই মধ্যে আল আমিন কলেজ ইস্যুতি নালিশ জানাতে রাজ্যপালের কাছে ছুটলেন তাঁরা৷
আরও পড়ুন- কৃষক নেতাদের সঙ্গে ফোনে কথা মমতার, কৃষকদের নিয়ে পাল্টা মেগা শো দিলীপের
বৈশাখী জানান, উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই তাঁকে কলেজ থেকে উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে৷ কলেজের সামনে আন্দোলন করা হচ্ছে৷ পদ ছাড়ার পরও কেন পোস্টারে তাঁর নাম দেওয়া হয়েছে তা নিয়েও প্রশ্ন করেন বৈশাখী৷ পড়ুয়াদের কাছে ভুল বার্তা পাঠানো হচ্ছে৷ এই ঘটনার তদন্ত হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি৷ সুর চড়িয়ে বৈশাখী ফের বলেন, ‘‘ফিরহাদ হাকিম আমাকে চাকরি দেননি৷ আমাকে উৎখাত করার অধিকার ওনাকে কে দিল?’’ তাঁর অভিযাগ, ফিরহাদ হাকিমই নাকি তাঁকে বারবার কলেজ থেকে বার করার হুমকি দিচ্ছেন৷ প্রসঙ্গ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফরের সময়েও তাঁর সঙ্গে দেখা করেছিলেন দেখা করেছিলেন শোভন-বৈশাখী৷