ভাঙন রখতে বিজেপি বিধায়কদের নিয়ে বৈঠকে শুভেন্দু, বিকেলে যাবেন রাজভবন

ভাঙন রখতে বিজেপি বিধায়কদের নিয়ে বৈঠকে শুভেন্দু, বিকেলে যাবেন রাজভবন

কলকাতা:  জল্পনার অবসান ঘটিয়ে গত শুক্রবার সপুত্র ঘর ওয়াপসি করেছেন মুকুল রায়৷ আর এতেই সিঁদুরে মেঘ দেখছে বিজেপি৷ দলের ভাঙন রুখতে শক্ত হাতে হাল ধরতে চাইছেন শুভেন্দু অধিকারী৷ সেই উদ্দেশেই বিজেপি’র সকল বিধায়ককে তলব করলেন রাজ্যের বিরোধী দলনেতা৷ বিধানসভায় বৈঠকের ডাক দিয়েছেন তিনি৷ আজ বিকেলে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক করার কথাও তাঁর৷ সঙ্গে থাকহেন বিজেপি বিধায়করাও৷ 

আরও পড়ুন- কেরামতি! টিউবওয়েল পাম্প করে নিজেই জল খেল ছোট্ট হাতি, ভাইরাল ভিডিয়ো

আজ কিছুক্ষণের মধ্যেই বিধানসভায় বিজেপি বিধায়কদের নিয়ে বৈঠক শুরু করবেন শুভেন্দু অধিকারী৷ বিজেপি’র পক্ষ থেকে দাবি করা হচ্ছে, আগামী ২ তারিখ থেকে অধিবেশন শুরুর আগে সকল বিধায়ককে নিয়ে আলোচনায় বসতে চাইছেন শুভেন্দু৷ কিন্তু যে পরিস্থিতিতে এই বৈঠক ডাকা হয়েছে তাতে অন্য জল্পনা মাথা চাড়া দিয়েছে৷ মুকুল রায় বিজেপি ছাড়ার পর থেকেই জল্পনা, তাঁকে অনুসরণ করে দল ছাড়তে পারেন বেশ কিছু বিজেপি বিধায়ক৷ যাঁদের সম্ভাব্য দলত্যাগীর তালিকায় রাখা হয়েছে, তাঁদের কাছে মুকুল রায়ের ফোন এসেছে কিনা, সে বিষয়েও তাঁরা দলকে কিছু জানাননি৷ সেই পরিস্থিতির মধ্যেই সকল বিধায়ককে নিয়ে বৈঠক করতে চলেছেন শুভেন্দু অধিকারী৷ তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ৷ মুকুল রায় দলত্যাগ করার পর থেকেই একাধিক বিজেপি নেতার মুখে উঠে এসেছে মুকুল বন্দনা৷ তাঁর হাত ধরে কতজন দল ছাড়তে পারে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা৷ 

অন্যদিকে মুকুল রায় দলত্যাগ বিরোধী আইনে দলত্যাগ করেননি বলেও সরব হয়েছেন শুভেন্দু৷ সেই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, ‘‘রাজ্যে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করে ছাড়বই৷’’ এই বিষয়েই আজ রাজ্যপালের সঙ্হে তিনি কথা বলবেন বলেও সূত্রের খবর৷ রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়েও কথা বলবেন বিরোধী দলনেতা৷      
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 7 =