কলকাতা: টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের পরাজয়ে উচ্ছ্বসিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ অস্ট্রেলিয়ার কাছে পাকিস্তান হারতেই টুইট করে আনন্দ প্রকাশ করলেন তিনি৷ যা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে৷
আরও পড়ুন- চূর্ণ-বিচূর্ণ বাস-লরি-গাড়ি! জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনার বলি একাধিক
টুইটে শুভেন্দু লেখেন, “দেশদ্রোহীদের জোর কা ঝটকা, পাকিস্তানের হারে ফাটছে পটকা। ভারত পাকিস্তান ম্যারচে ভারতের হারে যারা পটকা ফাটিয়েছিল, উল্লাস করেছিল, আজ সেইসব দেশদ্রোহীদের জন্যা কালো দিন। অষ্ট্রেলিয়ার কাছে পাকিস্তানের হার আজ তাদের মুখে ঝামা ঘসে দিল। অষ্ট্রেলিয়ান ক্রিকেট টিম কে অভিনন্দন।”
শুভেন্দুর এই পোস্টটি ভাইরাল হয়ে গিয়েছে৷ নজর কেড়েছে রাজ্যবাসীর৷ তাঁকে সমর্থন জানিয়েছেন অধিকাংশ মানুষ৷ তবে ধেয়ে এসেছে কটাক্ষও৷ প্রসঙ্গত, টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের কাছে ভারত পরাজিত হয়েছিল৷ আর ভারত পরাজিত হতেই পাকিস্তান মেতেছিল বিজয় উল্লাসে৷ তবে শুধু পাকিস্তান নয়, ভারতেও বেশ কিছু জায়গায় পটকা ফাটানো হয়৷ অনেকেই মেতেছিল আনন্দে৷ এর প্রেক্ষিতে বেশ কয়েকজনকে আটকও করা হয়৷ এবার পাকিস্তান হারতে তাঁদের বিঁধেই পোস্টটি করেন শুভেন্দু৷
প্রসঙ্গত, এর আগে স্বাধীনতা দিবসের প্রাক্কালে একটি অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেম, ‘‘ভারতমাতা জিন্দাবাদ। ভারত জিন্দাবাদ। পাকিস্তান মুর্দাবাদ।’’ প্রকাশ্য অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে এভাবে পাকিস্তান মুর্দাবাদ বলায় তাঁর বিরোধিতায় সোচ্চার হয়েছিল একাধিক রাজনৈতিক নেতৃত্ব৷ এদিন পাকিস্তান হারতে ফের আক্রমণাত্মক মেজাজে লিখলেন, নিজের ফেসবুক পোস্টে যখন শুভেন্দু লেখেন, “…অষ্ট্রেলিয়ার কাছে পাকিস্তানের হার আজ তাদের মুখে ঝামা ঘসে দিল৷’’