কলকাতা: একাধিক সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদে আসীন ছিলেন বর্তমান বিজেপি বিধায়ক এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার সেই সমস্ত পদ থেকে তাঁকে সরানোর প্রক্রিয়া শুরু করল রাজ্য সমবায় দফতর। এর আগে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সরব হয় এবং তাঁকে এই পদ থেকে সরানোর পক্ষে সওয়াল করে। তাদের মূল অভিযোগ ছিল, একাধিক সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদ অবৈধ ভাবে দখল করে রয়েছেন শুভেন্দু অধিকারী।
আসলে গত বছর ডিসেম্বর মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে সাড়ম্বরে বিজেপি শিবিরে যোগদান করেছেন শুভেন্দু অধিকারী। তারপর থেকেই তাঁকে এই সমস্ত চেয়ারম্যান পদ থেকে সরানোর দাবি তুলতে শুরু করা হয়। যদিও বিজেপি শিবিরে যোগদান করার আগেই শুভেন্দু অধিকারী রাজ্যের মন্ত্রী সভা এবং বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। সেই প্রেক্ষিতেই অভিযোগ তোলা হচ্ছিল যে এই সমস্ত সমবায় ব্যাঙ্কের পদ অবৈধ ভাবে দখল করে রয়েছেন তিনি। এই প্রেক্ষিতে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছিল যাতে শুভেন্দু অধিকারীকে সেই সব পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এবার সেই প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। উল্লেখ্য, ২০০৯ সালে তমলুকের সাংসদ নির্বাচিত হওয়ার পর কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান হয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং আজও সেই পদ বহাল রয়েছে তাঁর।
আরও পড়ুন- দৈনিক আক্রান্ত এবং মৃত্যু অনেকটাই কম, দ্বিতীয় তরঙ্গ কার্যত শেষ?
এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের তরফে জানান হয়েছে, সমবায় আইনের ১১ নম্বর ধারা অনুযায়ী কেউ টানা ৩ বার চেয়ারম্যান থাকতে পারেন না। কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ২০০৯ সাল থেকে টানা তিন বার কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদে থাকার পর আবার ২০১৭ সালে চেয়ারম্যান পদে নির্বাচিত হন তিনি।