দলতাগ বিরোধী আইন কার্যকরে মরিয়া শুভেন্দু, গেলেন হাইকোর্টে

দলতাগ বিরোধী আইন কার্যকরে মরিয়া শুভেন্দু, গেলেন হাইকোর্টে

9a78dc83199d9eb34bcde7a04403071f

কলকাতা: তৃণমূল কংগ্রেস নেতা মুকুল রায় সহ দলবদলকারী নেতাদের বিরুদ্ধে দলতাগ বিরোধী আইনে মামলা দায়ের করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। বিধানসভা নির্বাচনে বিজেপি বিধায়করা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন, তাই তাদের বিরুদ্ধে দলত্যাগী আইনে মামলা করতে কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিগত অনেক দিন ধরেই দলত্যাগ নিয়ে সরব হয়ে আসছেন শুভেন্দু অধিকারী। বিজেপি এর বিরুদ্ধে প্রতিবাদেও দেখিয়েছে। সেই ইস্যুতেই আজ হাইকোর্টে যান শুভেন্দু। 

আরও পড়ুন- ধান ক্ষেতে তরুণীকে ধর্ষণের পর মারধর, শ্রীঘরে অভিযুক্ত

আজ এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতেই বিচার চাওয়া হয়েছে আদালতের কাছে। গোটা দেশের সব বিধানসভায় এটা কার্যকর হয়, কিন্তু বাংলায় হয় না। কেন, সেই প্রশ্ন তোলেন তিনি। উল্লেখ্য, এর আগেও এই ইস্যুতে তাঁর বক্তব্য ছিল, গত ১০ বছর পশ্চিমবঙ্গ বিধানসভায় দলবদলের ৫০ টি ঘটনা ঘটেছে।  এখানে দলত্যাগ বিরোধী আইন কার্যকরী হয়নি এতদিনে। সেই কারণেই শুভেন্দু জানান যে, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ওপর তাদের কোনও আস্থা নেই। তখনই তিনি আইনের ব্যবস্থা নেবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। 

আরও পড়ুন- কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্টের পরিচয়ে গুচ্ছ ছবি পোস্ট, গ্রেফতার তরুণী

বিজেপির চিহ্নে ভোটে জিতে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন মুকুল রায়। যদিও বিধানসভায় তিনি বিজেপির বিধায়ক হিসেবে রয়েছেন। শুভেন্দু প্রথম থেকেই দাবি করে আসছেন যে সকলেই এটা নিজের চোখে দেখেছেন যে মুকুল রায় বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। তার ছবি এবং ভিডিও রয়েছে সর্বত্র। সেই কারণেই তিনি মুকুলের বিরুদ্ধে ব্যাপকভাবেই সরব হন। অন্যদিকে, মুকুলের পর আরও বেশ কয়েক জন বিজেপি বিধায়ক ইতিমধ্যেই তৃণমূলে চলে গিয়েছেন। তাঁদের বিরুদ্ধেই একই পদক্ষেপ নেওয়া হবে বলেই জানিয়েছিলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *