Aajbikel

'২০ জুন পশ্চিমবঙ্গ দিবস' লেখা পোশাকে বিধানসভায় শুভেন্দু, মোদীকে চিঠি দেওয়ার হুঁশিয়ারি

 | 
suvendu

কলকাতা: ১ বৈশাখ দিনটিকে আনুষ্ঠানিক ভাবে রাজ্য দিবস তথা বাংলা দিবস করা হোক, এই মর্মে বিধানসভায় প্রস্তাব পেশ করেছে রাজ্য সরকার৷ সেই নিয়ে আলোচনা এখনও চলছে। তবে বিজেপি এই বাংলা দিবস হিসেবে এই দিন মানতে কোনও ভাবেই রাজি নয়। তাই আজ বিধানসভায় '২০ জুন পশ্চিমবঙ্গ দিবস' লেখা পোশাক পরে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তিনি এও জানান, বাঙালি হিন্দুদের 'বাঁচাতে' এই দিনেই পশ্চিমবঙ্গ দিবস পালন করার আর্জি জানিয়ে তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন। 

২০১৮ সালের ২৬ জুলাই রাজ্যের নাম পরিবর্তন করে ‘বাংলা’ করার লক্ষ্যে বিধানসভায় প্রস্তাব পাশ করেছিল তৃণমূল সরকার। কিন্তু রাজ্যের নাম পরিবর্তন করার জন্য সংসদেও তা পাশ করাতে হয়। ফলে রাজ্য বিধানসভায় প্রস্তাব পাশ হলেও, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার তথা স্বরাষ্ট্র মন্ত্রক এ বিষয়ে কোনও উদ্যোগ নেয়নি। এই প্রসঙ্গ তুলেই এদিন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী রাজ্যের সরকারকে একহাত নিয়েছেন। তাঁর কথায়, এই প্রস্তাবের পরিণতি হবে বঙ্গ নামের মতো। এর পরিণতি হবে বিধান পরিষদের মতো এবং ইডি-সিবিআইয়ের বিরুদ্ধে নেওয়া রেজুলেশনের মতো।  

শুভেন্দু অধিকারী তাঁর যুক্তি দিয়ে বলেছেন, ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস প্রমাণিত সত্য। ১৯৪৭ সালের ২০ জুন পশ্চিমবঙ্গ ভারতবর্ষে থাকার সিদ্ধান্ত হয়েছিল। তিনি এও বলেন, ২০ জুন সব রাজভবনে, সব রাজ্যে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ দিবস পালন হয়েছে। তারা প্রধানমন্ত্রীকে চিঠিও লিখবেন যাতে জাতীয় স্তরে বাঙালি হিন্দুদের রক্ষা করা যায় এই দিন পালন করে।  

Around The Web

Trending News

You May like