ধর্ষকদের এনকাউন্টার হোক বঙ্গেও, যোগীরাজ্যের কথা মনে করাচ্ছেন শুভেন্দু

ধর্ষকদের এনকাউন্টার হোক বঙ্গেও, যোগীরাজ্যের কথা মনে করাচ্ছেন শুভেন্দু

suvendu adhikari

কলকাতা: বৃহস্পতিবার বিধানসভার অধিবেশন শুরু হওয়ার পর রাজ্যের ধর্ষণ কাণ্ড নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সরব হয় বিজেপি বিধায়করা। কেন রাজ্যে এত ধর্ষণ বাড়ছে, তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা জানতে চান তারা। এমনকি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে বিজেপি। সঙ্গে সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয় বিধানসভায় এবং পরে বিজেপি বিধায়করা ওয়াকআউট করে। এই ঘটনায় সংবাদমাধ্যমে ধর্ষণ কাণ্ড নিয়ে মুখ খুলে বড় দাবি করলেন শুভেন্দু অধিকারী। 

আজ বিধানসভায় উত্তরবঙ্গের ঘটে যাওয়া বেশ কয়েকটি ধর্ষণ ও খুনের উল্লেখ করেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। মাটিগাড়া ও তুফানগঞ্জে দু’জন নাবালিকাকে ধর্ষণ করে খুন করার অভিযোগ করেছেন তিনি। তাঁর এও অভিযোগ, এই ঘটনার প্রতিবাদে শিলিগুড়িতে মিছিল করা হলে পুলিশ লাঠিচার্জ করে। এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার পক্ষে জোর স্লোগান শুরু করে দেন বিজেপি বিধায়কেরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিও তোলা হয়। পরে বিধায়করা ওয়াকআউট করে বিধানসভা কক্ষের বাইরে এসে বিক্ষোভ দেখান। 

এবার রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, এ রাজ্যে যোগী আদিত্যনাথের মতো এক জন কড়া প্রশাসক দরকার। এখানে আইনের শাসন নেই। তাই অপরাধীদের মন থেকে ভয় চলে গিয়েছে। তাঁর কথায়, এই ধরনের অপরাধ যারা করছে, তাদের বেঁচে থাকার অধিকার নেই। তাদের এনকাউন্টার করে দেওয়া উচিত। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =