Aajbikel

ধৃত কাশ্মীরি ছাত্রের OBC সার্টিফিকেট! সন্দেহ প্রকাশ করে শুভেন্দু চান NIA-CBI

 | 
শুভেন্দু

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই পড়ুয়া এবং প্রাক্তনী সহ ৯ জন গ্রেফতার হয়েছে। আরও কয়েকজন পুলিশের র‍্যাডারে আছে। গ্রেফতার হওয়া ছাত্রদের মধ্যে রয়েছে এক কাশ্মীরি পড়ুয়াও। সেই ছাত্রকে নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি ওই ছাত্রের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার বিষয় নিয়েও বিস্ফোরক দাবি তাঁর। 

গত ৯ আগস্ট রাতে মৃত্যু হয় যাদবপুরের প্রথম বর্ষের পড়ুয়ার। তারপর যারা এই ঘটনায় গ্রেফতার হয়েছে তাদের মধ্যে থাকা এক কাশ্মীরি পড়ুয়াকে নিয়ে বিজেপি বিধায়কের বক্তব্য, ওই পড়ুয়াকে ওবিসি সার্টিফিকেট দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো হয়েছিল। সে এই সার্টিফিকেট পাওয়ার আওতাধীন নয়। ছাত্রটি ওই সার্টিফিকেট পেল কী করে? ছেলেটিকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটও কে দিল? এই প্রশ্ন তুলেছেন তিনি। এই প্রেক্ষিতেই যাদবপুরের ঘটনায় সিবিআই বা এনআইএ তদন্তের দাবি করেছেন শুভেন্দু। তাঁর কথায়, এমন ঘটনার তদন্ত করতে তারাই উপযুক্ত। যদিও শুভেন্দু অধিকারীর দাবি ঘিরে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এর সম্পূর্ণ বিরোধিতা করেছে শাসক দল তৃণমূল। 

ইতিমধ্যেই আবার এই ঘটনার তদন্তে এবার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তৈরি করেছে রাজ্যের উচ্চশিক্ষা দফতর৷ আগামী দু’সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ এই কমিটির নেতৃত্বে রয়েছে উচ্চশিক্ষা দফতরের সহ-সভাপতি৷ এছাড়াও এই কমিটিতে থাকবেন শিক্ষা দফতরের বিশ্ববিদ্যালয় শাখার স্পেশাল কমিশনার, রাজ্য সরকারের ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন ও উচ্চশিক্ষা দফতরের সেক্রেটারির সদস্য।

Around The Web

Trending News

You May like