কলকাতা: আর কিছুদিনের মধ্যেই শুরু হবে বিধানসভার বাজেট অধিবেশন৷ তার আগে ফের জল্পনা উস্কে দিল্লি সফরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ বুধবার রাতের বিমানেই কলকাতা ছাড়েন তিনি৷ জুন মাসের প্রথম সপ্তাহেই রাজধানীতে গিয়েছিলেন শুভেন্দু৷ বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে৷ এক মাসের মধ্যে ফের শুভেন্দুর দিল্লি যাত্রা নিয়ে জল্পনার মেঘ রাজনীতির অলিন্দে৷
আরও পড়ুন- বাংলা বঞ্চনার শিকার! ভ্যাকসিন প্রসঙ্গে ফের কেন্দ্রকে তোপ মমতার
এদিকে ভোটের ফল প্রকাশের পর ২৯ জুন প্রথন রাজ্য কমিটির বৈঠকে বসেছিল বিজেপি৷ তাৎপর্যপূর্ণ ভাবে আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও ওই বৈঠকে দেখা যায়নি রাজীব বন্দ্যোপাধ্যায় ও পশ্চিমবঙ্গে ভারপ্রাপ্ত পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়কে৷ মুকুল রায়ের দলত্যাগের পর সবচেয়ে বেশি সামালোচিত হয়েছেন তিনি৷ এরই মধ্যে দলে ক্রমশ শক্তিশালী হয়ে উঠছেন শুভেন্দু৷ রাজ্য সভাপতিকে পিছনে ফেলে কেন্দ্রীয় নেতৃত্বের কাছের মানুষ হয়ে উঠছেন তিনি৷ দিল্লির দরবার থেকে বারবার আসছে তলব৷ তবে দিল্লিতে শুভেন্দু কার কার সঙ্গে দেখা করবেন তা, এখনও জানা যায়নি৷
আরও পড়ুন- ভুয়ো টিকা থেকে বাঁচার পথ দেখালেন ফিরহাদ, দিলেন সতর্কবার্তা
এদিকে, বিজেপি’র বৈঠকে পেশ হওয়া রাজনৈতিক প্রস্তাবে মাত্র একবার দিলীপ ঘোষের নাম উঠে এসেছিল৷ সেখানে শুভেন্দু অধিকারীর নাম তিনবার উল্লেখ করা হয়৷ অভিনন্দন বার্তাতেও এক সঙ্গে উঠে আসে শুভেন্দু ও দিলীপ ঘোষের নাম৷ বিজেপি’র নিয়ম অনুযায়ী, বিরোধী দলনেতা ও রাজ্য সভাপতি সমান গুরুত্ব পাবেন৷