কলকাতা: তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর শুভেন্দু অধিকারীকে কতটা গুরুত্ব দিয়েছে পদ্ম শিবির তা আলাদা করে বলতে হয় না। পশ্চিমবঙ্গে ঘাসফুল শিবিরকে সরিয়ে পদ্ম ফোটাতে যে শুভেন্দু অধিকারী বড় ভুমিকা পালন করবেন তাতে কোন সন্দেহ নেই। তাই নির্বাচনী প্রস্তুতি বৈঠকে জরুরি তলবে ডাকা হল নব্য বিজেপি নেতাকে। আজ বিকেলেই রাজধানী দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী, সূত্রের খবর এমনটাই।
এ দিন বারুইপুরে জনসভা করার কথা রয়েছে নব্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। দলীয় সূত্রে খবর, সেই জনসভার পরেই রাজধানী দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। জরুরী তলবে নির্বাচনী প্রস্তুতি বৈঠকে ডাকা হয়েছে তাঁকে। সেখানে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করবেন তিনি। বিজেপি সূত্র আরো বলছে, শুধু শুভেন্দু অধিকারী নন, পরবর্তী ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠক করবেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায় এবং দিলীপ ঘোষের সঙ্গেও। প্রসঙ্গত আজ দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে যোগদান মেলায় অংশগ্রহণ করবেন শুভেন্দু অধিকারী, মুকুল রায় এবং সদ্য বিজেপিতে যাওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়। এর আগে একাধিকবার শুভেন্দু অধিকারী হুঁশিয়ারির সুরে বলেছেন যে ফেব্রুয়ারি মাসের মধ্যেই তিনি তৃণমূল কংগ্রেসকে ফাঁকা করে দেবেন। অনেকের ধারণা, আজ থেকেই হয়তো সেই কাজ শুরু করে দেবেন নব্য বিজেপি নেতা।
ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারীকে নিজের ঘরে পদ্ম ফোটানোর যে চ্যালেঞ্জ করেছিল তা পূরণ করেছেন তিনি। নিজের ভাই সৌমেন্দু অধিকারীকে পদ্ম শিবিরে যোগদান করিয়েছেন। এদিকে বাবা শিশির অধিকারী এবং আরেক ভাই দিব্যেন্দু অধিকারীও পদ্ম শিবিরে যোগদান করবেন বলে জল্পনা ছড়িয়েছে। তাৎপর্যপূর্ণভাবে শুভেন্দু অধিকারী এও হুংকার দিয়েছেন যে তিনি মুখ্যমন্ত্রীর বাড়িতেও পদ্ম ফোটাবেন। সবমিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে আরো বড় চমক যে বাংলার মানুষের জন্য অপেক্ষা করছে তা বলাই বাহুল্য। গতকালের কালনার সভা থেকেও শুভেন্দু অধিকারী একহাত নিয়েছেন রাজ্যের শাসক দলকে। মন্তব্য করেছেন, তৃণমূল কংগ্রেস এখন প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়ে গেছে যেখানে আর কেউ কাজ করতে চাইছে না। কারণ এখানে কেউ সহকর্মী হতে পারে না সবাই কর্মচারী হয়ে থেকে যায়। ফাইল ছবি