কলকাতা: শনিবার হিংসা এবং অশান্তির মধ্যে দিয়ে পঞ্চায়েত ভোট শেষের পরই রাজ্য নির্বাচন কমিশনের অফিসে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যাওয়ার আগে তিনি সংবাদমাধ্যমের সামনেই হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যে, কমিশনের দফতরে তালা ঝোলাবেন। শেষে তাই করেছেন তিনি। তবে ইতিমধ্যে সোশ্যাল মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের অফিসে ঢুকে ওপরে যেতে পারেননি তিনি, গেটে তালা দেওয়া ছিল। এই সময়ে মেজাজ হারিয়ে শুভেন্দু ভুল ইংরেজি বলে ফেলেন। তাতেই কটাক্ষ ভেসে এসেছে ঘাসফুল শিবির থেকে।
কমিশনে ওপরে ওঠার গেট বন্ধ থাকায় মেজাজ হারিয়ে ফেলেন বিজেপি বিধায়ক। যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে তাঁকে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। শুভেন্দুকে বলতে শোনা যায়, ‘হু ইজ ইউ?’ এই ভিডিও শেয়ার করেই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তাঁকে একহাত নিয়েছেন। তিনি ফেসবুকে লিখেছেন, ”Who ‘is’ you!!!! ওওওওও শুভেন্দু, ওটা Who are you হবে তো। মাথার কী অবস্থা!!” এই পোস্ট হওয়ার পর থেকেই আরও বেশি চর্চা শুরু হয়েছে এই বিষয়ে। কার্যত ভুল ইংরেজি বলে সকলের হাসির খোরাক হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।
উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বর মাসে বিজেপির নবান্ন অভিযানের সময়ও এক মন্তব্য করে শাসক দলের নিশানায় চলে এসেছিলেন শুভেন্দু অধিকারী। এক মহিলা পুলিশ আধিকারিক তাঁকে আটক করার সময়ে বিজেপি বিধায়ক বলে ওঠেন, ‘ডোন্ট টাচ মাই বডি, আই অ্যাম মেল।’ ব্যস, তারপরেই মুহুর্মুহু আক্রমণ করা শুরু হয় তাঁকে। সেই বিষয়ে আবার কুণাল ঘোষ নাম না করে বিজেপি নেতাকে যৌন বিকৃত, হোমোসেক্সুয়াল বলেন।