মেদিনীপুর: বিধানসভা নির্বাচনের পর বাংলায় হবে পঞ্চায়েত এবং পুরসভা নির্বাচন! একেবার সময়ের হিসেব দিয়ে বুঝিয়ে দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আজ মেদিনীপুরের এক সভায় বক্তব্য পেশ করে একদিকে যেমন তৃণমূল কংগ্রেসকে একহাত নিলেন, অন্যদিকে উল্লেখ করলেন ত্রিপুরা মডেলের। পর পর ইস্তফা দেবে সবাই, এই বলে বিস্ফোরক দাবি করলেন নব্য বিজেপি নেতা।
আরও পড়ুন- ‘বাংলায় জয় শ্রীরাম স্লোগান রোখার চেষ্টা চলছে, বিরোধিতা হচ্ছে CAA-র, তোপ যোগীর
এদিন সভায় তিনি বলেন, ২ মে বিজেপির সরকার গঠন হবে বাংলায়, তার ৩ মাসের মধ্যেই হবে পুরসভা নির্বাচন। আর তার ৬ মাসের মধ্যেই এই যেসব পঞ্চায়েতগুলো আছে, সব ত্রিপুরার মত লাইন দিয়ে পদত্যাগ করবে! তাই আগামী দিনে পঞ্চায়েত ভোটের প্রস্তুতিও নিয়ে নেওয়ার পরামর্শ সভায় আগতদের দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তাঁর আরও সংযোজন, এখন আর তৃণমূল কংগ্রেসের কিছু বলার নেই, বার্ধক্য ভাতা বন্ধ করে দিচ্ছে, জব কার্ড বন্ধ করে দিচ্ছে। ওদিকে এখন আর দুয়ারে সরকার বলছে না, বলতে হচ্ছে দুয়ার সিবিআই, কটাক্ষ শুভেন্দু অধিকারীর। এর পাশাপাশি আম্ফান প্রসঙ্গ তুলেও এদিন ফের তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন তিনি। বললেন, কেন্দ্রীয় সরকার যে টাকা দিয়েছিল কেউ পায়নি, সব লুট করেছে তৃণমূল। কারোর ভাইপো, ভাইজি, শালী, এরা সব পেয়েছে।
আরও পড়ুন – ‘রক্ত বিক্রি করে আত্মনির্ভর হবে ভারত?’ মোদীকে তীব্র আক্রমণ মিমির
কেন্দ্রীয় সরকারের সাফল্য ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনও ভেদ করেন না হিন্দু, মুসলিম, খ্রিস্টানে। আয়ুস্মান ভারত সবাই পেয়েছে, সকল পরিযায়ী শ্রমিকদের জন্য ট্রেন দেওয়া হয়েছিল করোনার সময়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ‘করোনা এক্সপ্রেস’।