‘ম্যাডাম বাঁচাতে পারবে না’! পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দুর

‘ম্যাডাম বাঁচাতে পারবে না’! পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দুর

ভবানীপুর: মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো কেন্দ্র ভবানীপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের সমর্থনে দিন জনসভা করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সেই জনসভা থেকে পুলিশকে কার্যত প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিলেন তিনি। বললেন, “ম্যাডাম বাঁচাতে পারবেন না”। পুলিশকে নিয়ে সাম্প্রতিক সময়ে একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার সেই তালিকায় নিজের নাম লেখালেন শুভেন্দু অধিকারী। পুলিশকে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি তিনি আজ ফের দাবি করলেন, ২০০-র বেশি আসন নিয়ে এবার ক্ষমতায় আসতে চলেছে ভারতীয় জনতা পার্টি। গত পাঁচ দফায় ইতিমধ্যেই ১২০ টির বেশি আসন পেয়েছে বিজেপি বলে দাবি করেন শুভেন্দু।

পুলিশকে নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, সবাই লেখাপড়া করেছেন, মাঠে ছুটে পুলিশ হয়েছেন।‌ আপনারা যা করছেন সেগুলো করবেন না কারণ ম্যাডাম আপনাদের সুরক্ষা দিতে পারবেন না! তিনি দায়িত্ব নিয়ে বলছেন বলে দাবি করেন শুভেন্দু। তিনি আরো বলেছেন, আপনারা সবাই হাত তুলে নিন এবং নিরপেক্ষ ভোট হোক। যদি নিরপেক্ষ ভোট করাতে অসুবিধা থাকে তাহলে আপনাদের দশাও বীরভূমের এসপির মত হবে, পূর্ব মেদিনীপুরের এসপির মত হবে, টালিগঞ্জ-বাশদ্রোণীর ওসির মত হবে। এর জন্য প্রস্তুত থাকতে হবে বলে হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি তিনি প্রচন্ড আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, যে পাঁচ দফায় নির্বাচন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে তাতে বিজেপি ১২০ টির বেশি আসন পেয়ে গিয়েছে। তাদের এখন শুধুমাত্র আর কয়েকটা আসন পেতে হবে তাতেই ম্যাজিক ফিগার চলে আসবে। আর অষ্টম দফার নির্বাচনের পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেমনটা বলেছেন ঠিক তেমন ভাবেই ২০০ আসনের বেশি পেয়ে রাজ্যে ক্ষমতায় আসবে ভারতীয় জনতা পার্টি। 

এদিন বক্তব্য রাখতে গিয়ে বাংলার এক জনপ্রিয় সংবাদপত্রকে চরম আক্রমণ করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ওটি কোনও সংবাদপত্র নয়, তৃণমূল কংগ্রেসের লিফলেট। বিগত এক বছরে ১০০ কোটি টাকার বিজ্ঞাপন নিয়েছে তারা সরকারের কাছ থেকে। এদিনও মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগম বলে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। মন্তব্য করেন, ওরা এখন বেগম ছাড়া কাউকে ভয় পায় না!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − five =