মোগল ও ব্রিটিশদের নাম মুছে দেব এক সপ্তাহে! চরম হুঁশিয়ারি শুভেন্দুর

মোগল ও ব্রিটিশদের নাম মুছে দেব এক সপ্তাহে! চরম হুঁশিয়ারি শুভেন্দুর

কলকাতা: মোগল এবং ব্রিটিশদের নামে নামাঙ্কিত সব জায়গার নাম পরিবর্তন করতে হবে। রাজ্যে যদি তারা ক্ষমতায় আসেন তাহলে এক সপ্তাহের মধ্যে এই কাজ হবে! এমনই চরম হুঁশিয়ারি দিয়ে রাখলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন তিনি। এই নাম পরিবর্তনের সপক্ষে যুক্তিও দিয়েছেন তিনি।

আরও পড়ুন- চুল থেকে গয়না.. সবেতেই রকমারি চকোলেট! কনের সাজ দেখে হতবাক নেট দুনিয়া

শুভেন্দুর কথায়, বাংলায় একবার ক্ষমতায় এলে এমন সব জায়গার নাম বদলে দেওয়া হবে যা মোগল বা ব্রিটিশদের দেওয়া। ক্ষমতায় আসার এক সপ্তাহের মধ্যেই তা করা হবে। তিনি বলছেন, মোগলরা অনেক হিন্দুকে হত্যা করেছে এবং মন্দির ধ্বংস করেছে। তাই তাদের নামে নামাঙ্কিত সব জায়গার নাম পরিবর্তন করতে হবে। এমন করা হবে যাতে তাদের কোনও চিহ্ন কোথাও না থাকে। এখানে উল্লেখ করা যায়, সম্প্রতি রাষ্ট্রপতি ভবনের মুঘল গার্ডেনের নাম পালটে গিয়ে ‘অমৃত উদ্যান’ হয়েছে। আবার গত বছরই কেন্দ্রীয় সরকার দিল্লির রাজপথের নাম বদলে কর্তব্যপথ করেছিল। বলা হয়েছিল, ‘রাজপথ’ নামটির সঙ্গে ঔপনিবেশিক মানসিকতা জড়িয়ে রয়েছে।

গত ৮ সেপ্টেম্বর নতুন করে ঢেলে সাজানো রাজপথ ও তার দু’পাশের এলাকা, সেন্ট্রাল ভিস্টার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই নাম বদল হয়ে গিয়েছিল রাজপথের। আবার প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে ‘পঞ্চ পণ’-এরও ঘোষণা করেছিলেন। যার মধ্যে ছিল, মন থেকে ব্রিটিশদের দাসত্বের অবশেষ মুছে ফেলতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *