‘আপনি সবচেয়ে ঝগড়ুটে মহিলা!’ মমতাকে ‘লেডি হিটলার’ বললেন শুভেন্দু

‘আপনি সবচেয়ে ঝগড়ুটে মহিলা!’ মমতাকে ‘লেডি হিটলার’ বললেন শুভেন্দু

বালুরঘাট: তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের নোটিশ পেয়েছেন বিজেপি নেতা ‌তথা প্রার্থী শুভেন্দু অধিকারী। কিন্তু নোটিশ পাওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজির ভাবে আক্রমণ করতে থামছেন না তিনি। এদিন বালুরঘাটের এক সভা থেকে মমতাকে একদিকে যেমন বললেন লেডি হিটলার, অন্যদিকে কটাক্ষ করলেন এই বলে যে তিনি সবচেয়ে ঝগড়ুটে মহিলা। 

এদিন শুভেন্দু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় জায়গায় জায়গায় বুথে ঝগড়ুটে মহিলাদের বসাতে বলছেন! কিন্তু বাংলার সবচেয়ে ঝগড়ুটে মহিলা উনি নিজে। শুভেন্দুর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বেশি ঝগড়া করেন এবং সকলের সঙ্গে ঝগড়া করেন। তাঁর জন্য বাংলার সাধারণ মানুষ নাজিয়ার অবস্থায় রয়েছে। এবারের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের মুখোমুখি হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার আগে থেকেই মমতাকে চরম আক্রমণ করে গিয়েছেন তিনি, এমনকি বেগম, খালা, খালেদা জিয়া, বলেও কটাক্ষ করেছেন বিজেপি প্রার্থী। সেই প্রেক্ষিতেই নির্বাচন কমিশন তাঁকে নোটিশ দিয়েছিল। তবে নোটিশ পাওয়ার পরেও যে শুভেন্দু অধিকারী নিজের আক্রমণের ঝাঁজ এতোটুকু কমাননি তার আজ ফের প্রমাণ মিলল।

বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক ইস্যুতে আক্রমণ করে শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন যে, নন্দীগ্রামে যদি মুখ্যমন্ত্রী প্রার্থী হন তাহলে সেখানে তিনি তাঁকে ৫০,০০০ ভোটে পরাজিত করবেন। অবশেষে এবারের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মুখোমুখি হয়েছেন দু’জন। তাই বিধানসভা নির্বাচনের উত্তাপ আরো বহুগুণ বেড়ে গিয়েছে এবার। তবে জয়ের শেষ হাসি কে হাসবে এবং কে নিজের চ্যালেঞ্জ পূরণ করতে পারবেন তা দেখা যাবে ২ মে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =