কৃষ্ণ নাম নিয়ে কিছু হবে না, হরিবোল বলার সময় এসেছে! মমতাকে শুভেন্দু

কৃষ্ণ নাম নিয়ে কিছু হবে না, হরিবোল বলার সময় এসেছে! মমতাকে শুভেন্দু

নন্দীগ্রাম: ঘূর্ণিঝড়ের সময় ত্রিপল থেকে শুরু করে এখন করোনাভাইরাস টিকা চুরির অভিযোগ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এনেছেন নব্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি বিজেপির শ্লোগান চুরি করার অভিযোগ তুললেন তিনি। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করে হুঁশিয়ারি দিলেন, এখন আর কৃষ্ণনাম নিয়ে কিছু হবে না কারণ হরিবোল বলতে হবে কিছুদিনের মধ্যেই।

এদিন নন্দীগ্রামের জনসভা এ দাঁড়িয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ফের একবার নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতে আক্রমণ করেন তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, এখন বিজেপি যা যা স্লোগান দিচ্ছে সব চুরি করছে তৃণমূল কংগ্রেস। এই প্রসঙ্গে তাঁর কটাক্ষ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বলে এখন আর কোনো লাভ নেই তৃণমূল কংগ্রেসের, কারণ এখন দল ঘাটে উঠে গেছে, হরিবোল বলার সময় এসে গেছে। শুভেন্দু মমতাকে এক হাত নিয়ে বলেন, নৌকায় ফুটো হয়ে গেছে, জল ঢুকতেও শুরু করে দিয়েছে। এখন আর কৃষ্ণ নাম নিয়ে কিছু হবে না। এদিকে ভিক্টোরিয়া মেমোরিয়ালে জয় শ্রীরাম স্লোগান নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে তা নিয়েও এদিন মমতাকে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। মন্তব্য করেন, জয় শ্রীরামের মত পবিত্র কথা আর কিছু হতে পারে না। কিন্তু এখন বাংলায় কেউ এটা শুনলে রেগে যাচ্ছেন, আবার কেউ তোলাবাজ শুনলেও রেগে যাচ্ছেন। বলাই বাহুল্য এই মন্তব্য করে কাকে কটাক্ষ করেছেন নব্য বিজেপি নেতা। 

এদিন নন্দীগ্রামে তিনি আরো বলেন, এখানকার মানুষকে তাঁর থেকে ভালো কেউ জানে না, চেনে না। তাই এখানে কি হতে চলেছে তার অংক আগে থেকেই জানান তিনি। শুভেন্দুর কথায়, পাঁচ বছর অন্তর অন্তর নন্দীগ্রামের কথা মনে পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে এখন আর এসব করে লাভ হবে না কারণ তৃণমূল কংগ্রেসের নৌকায় ফুটো হয়ে গিয়ে জল ঢুকতে শুরু করেছে! শুভেন্দু জানাচ্ছেন, এখানের চৌদ্দটা এলাকায় তৃণমূল কংগ্রেসকে ভোকাট্টা করে দেবেন তারা, তার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

৩টে এলাকায় ভোট পাবে, ১৪টায় ভোকাট্টা করে দেব! নন্দীগ্রামে শুভেন্দু

৩টে এলাকায় ভোট পাবে, ১৪টায় ভোকাট্টা করে দেব! নন্দীগ্রামে শুভেন্দু

নন্দীগ্রাম: প্রজাতন্ত্র দিবসের দিনে নন্দীগ্রামের জনসভা করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সেই সভা থেকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের একবার নিশানা করলেন তিনি। নন্দীগ্রামে বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে এদিনও সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করলেন শুভেন্দু অধিকারী। বললেন তাঁর কাছে অংক আছে, তিনটি এলাকায় ভোট পাবে তৃণমূল কংগ্রেস, ১৪ টা এলাকায় ভোকাট্টা করে দেবেন, হুঁশিয়ারি শুভেন্দুর।

রি নন্দীগ্রামে জনসভায় দাঁড়িয়ে নব্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, এখানকার মানুষকে তাঁর থেকে ভালো কেউ জানে না, চেনে না। তাই এখানে কি হতে চলেছে তার অংক আগে থেকেই জানান তিনি। শুভেন্দুর কথায়, পাঁচ বছর অন্তর অন্তর নন্দীগ্রামের কথা মনে পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে এখন আর এসব করে লাভ হবে না কারণ তৃণমূল কংগ্রেসের নৌকায় ফুটো হয়ে গিয়ে জল ঢুকতে শুরু করেছে! শুভেন্দু জানাচ্ছেন, এখানের চৌদ্দটা এলাকায় তৃণমূল কংগ্রেসকে ভোকাট্টা করে দেবেন তারা, তার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি শিবির।

আজ নিজের পদত্যাগ করেছেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে এদিন শুভেন্দু বলেন, কর্মচারী হয়ে কেউ এই দলে থাকতে পারছে না কারণ তৃণমূল কংগ্রেস এখন প্রাইভেট লিমিটেড কোম্পানি। ঘূর্ণিঝড়ের সময় ট্রিপল চুরি করেছিল, এখন তৃণমূল কংগ্রেস করোনাভাইরাস টিকা চুরি করছে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে শুভেন্দুর দাবি, এখন বিজেপির শ্লোগান পর্যন্ত চুরি করছে তৃণমূল কংগ্রেস। তাই তিনি উল্লেখ করেন, এখন আর তৃণমূলের কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বলে কোন লাভ নেই, কারণ এখন দল ঘাটে উঠে গেছে, হরি বল হরি বল করার সময় আসছে। এদিকে এদিন ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করে শুভেন্দু বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁকে এক জায়গাতেই প্রার্থী হতে হবে, শুধু নন্দীগ্রামেই তিনি প্রার্থী হয়ে দেখান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সবে শুরু করেছি, আস্তে আস্তে তৃণমূল ভাঙবে: শুভেন্দু

আত্মবিশ্বাসী হয়ে দাবি করলেন, আস্তে আস্তে ভাঙবে গোটা তৃণমূল। একই সঙ্গে 'তোলাবাজ ভাইপো' প্রসঙ্গেও মন্তব্য করতে শোনা গেল তাঁকে।

নন্দীগ্রাম: আজ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। এদিনই নন্দীগ্রামের সোনাচূড়ায় সভা করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের সভা থেকে নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতেই একধারে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস এবং তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আক্রমণ করলেন তিনি। আত্মবিশ্বাসী হয়ে দাবি করলেন, আস্তে আস্তে ভাঙবে গোটা তৃণমূল। একই সঙ্গে ‘তোলাবাজ ভাইপো’ প্রসঙ্গেও মন্তব্য করতে শোনা গেল তাঁকে।

এদিন নন্দীগ্রামের সভায় শুভেন্দু অধিকারী বলেন, সোনার বাংলা গড়তে চান তিনি সেই কারণেই বিজেপিকে বাংলায় আনতে উদ্যোগী হয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, বিজেপি সমর্থকদের দেখলেই এখন ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস, তাই জন্যই একের পর এক হামলা করা হচ্ছে তাদের ওপর। তৃণমূল কংগ্রেসের পায়ের তলার মাটি সরে গিয়েছে। এই প্রসঙ্গে শুভেন্দুর স্পষ্ট বক্তব্য, সবে শুরু করেছেন তিনি, আস্তে আস্তে তৃণমূল কংগ্রেস ভাঙবে। এই মন্তব্যের প্রসঙ্গেই তোলাবাজ ভাইপো প্রসঙ্গে মন্তব্য করতে শোনা গেল তাঁকে। কিছুদিন আগেই খড়দহ থেকে জনসভা করে শুভেন্দু অধিকারী উল্লেখ করেছিলেন, তাঁকে বলা হচ্ছে যে কেন তাঁর লজ্জা করে না, যে বাড়িতে তৃণমূল কংগ্রেস সদস্যরা রয়েছে সেই বাড়িতে তিনি থাকেন বিজেপি নেতা হয়ে। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী জবাব দেন, নিজের বাড়িতে তো বটেই, সবার বাড়িতেই পদ্ম ফোটাবেন তিনি। এদিন নন্দীগ্রামের সভা থেকে আরো একবার আত্মবিশ্বাসের সঙ্গে একই দাবি করলেন শুভেন্দু অধিকারী। 

প্রসঙ্গত, খড়দহ জনসভা থেকে শুভেন্দু অধিকারী মন্তব্য করেছিলেন, সামনেই বাসন্তী পুজো, রামনবমী আসছে। তাঁর বাড়িতেও পদ্ম ফুটবে! একইসঙ্গে শুভেন্দুর দাবি, শুধু তাঁর নিজের বাড়িতে নয়, বাকিদের বাড়িতে ঢুকে পদ্ম ফোটাবেন তিনি। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী দাবি করেন, বাংলায় এখন কাটমানি আর সিন্ডিকেট রাজ চলছে। ‘পিসি-ভাইপোর’ সরকার আর ফিরবে না। পাশাপাশি বাংলায় বিজেপি কর্মীদের ওপর অত্যাচার চলছে সেই অভিযোগ এদিন ফের করেন শুভেন্দু। সঙ্গে হুঁশিয়ারিও দেন, সব ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *