নন্দীগ্রাম: ঘূর্ণিঝড়ের সময় ত্রিপল থেকে শুরু করে এখন করোনাভাইরাস টিকা চুরির অভিযোগ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এনেছেন নব্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি বিজেপির শ্লোগান চুরি করার অভিযোগ তুললেন তিনি। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করে হুঁশিয়ারি দিলেন, এখন আর কৃষ্ণনাম নিয়ে কিছু হবে না কারণ হরিবোল বলতে হবে কিছুদিনের মধ্যেই।
এদিন নন্দীগ্রামের জনসভা এ দাঁড়িয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ফের একবার নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতে আক্রমণ করেন তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, এখন বিজেপি যা যা স্লোগান দিচ্ছে সব চুরি করছে তৃণমূল কংগ্রেস। এই প্রসঙ্গে তাঁর কটাক্ষ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বলে এখন আর কোনো লাভ নেই তৃণমূল কংগ্রেসের, কারণ এখন দল ঘাটে উঠে গেছে, হরিবোল বলার সময় এসে গেছে। শুভেন্দু মমতাকে এক হাত নিয়ে বলেন, নৌকায় ফুটো হয়ে গেছে, জল ঢুকতেও শুরু করে দিয়েছে। এখন আর কৃষ্ণ নাম নিয়ে কিছু হবে না। এদিকে ভিক্টোরিয়া মেমোরিয়ালে জয় শ্রীরাম স্লোগান নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে তা নিয়েও এদিন মমতাকে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। মন্তব্য করেন, জয় শ্রীরামের মত পবিত্র কথা আর কিছু হতে পারে না। কিন্তু এখন বাংলায় কেউ এটা শুনলে রেগে যাচ্ছেন, আবার কেউ তোলাবাজ শুনলেও রেগে যাচ্ছেন। বলাই বাহুল্য এই মন্তব্য করে কাকে কটাক্ষ করেছেন নব্য বিজেপি নেতা।
এদিন নন্দীগ্রামে তিনি আরো বলেন, এখানকার মানুষকে তাঁর থেকে ভালো কেউ জানে না, চেনে না। তাই এখানে কি হতে চলেছে তার অংক আগে থেকেই জানান তিনি। শুভেন্দুর কথায়, পাঁচ বছর অন্তর অন্তর নন্দীগ্রামের কথা মনে পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে এখন আর এসব করে লাভ হবে না কারণ তৃণমূল কংগ্রেসের নৌকায় ফুটো হয়ে গিয়ে জল ঢুকতে শুরু করেছে! শুভেন্দু জানাচ্ছেন, এখানের চৌদ্দটা এলাকায় তৃণমূল কংগ্রেসকে ভোকাট্টা করে দেবেন তারা, তার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি শিবির।