আমার বাড়ি পদ্ম হবে, তোমার বাড়িতেও ঢুকব! তৃণমূলকে নিশানা শুভেন্দুর

শুভেন্দু অধিকারী বলেন, একটা কোম্পানিতে পরিণত হয়েছে তৃণমূল কংগ্রেস। তাই এবারে তিনি পথে নেমেছেন তাদের হারাবেন বলে।

খড়দহ: একের পর এক জনসভা, সেখান থেকে তৃণমূল কংগ্রেস এবং নাম না করে দলের প্রধান নেতৃত্ব দের আক্রমণ, বিগত কয়েক দিনে এটা স্বভাবে পরিণত করে ফেলেছেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী। এদিন সকালে নন্দীগ্রামের এক সভা থেকে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছিলেন তিনি। বিকেলে খড়দহ থেকে একই জিনিস করলেন। এবার আরো ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুনতে পাওয়া গেলেও শুভেন্দু অধিকারীর মুখ থেকে। একই সঙ্গে ‘পিসি-ভাইপো’ শব্দ উল্লেখ করে কটাক্ষের বন্যা।

এদিন শুভেন্দু অধিকারী বলেন, একটা কোম্পানিতে পরিণত হয়েছে তৃণমূল কংগ্রেস। তাই এবারে তিনি পথে নেমেছেন তাদের হারাবেন বলে। এক্ষেত্রে শুভেন্দু অধিকারী জানান, তৃণমূল কংগ্রেসের তরফে প্রশ্ন তোলা হচ্ছে তিনি কেন আঞ্চলিক দল করলেন না। কটাক্ষ করে শুভেন্দুর উত্তর, আঞ্চলিক দল করলে হয়তো ওদের সুবিধা হত, অল্পস্বল্প ভোট কাটা যেত! এই জনসভা থেকে ভাইপো নাম নিয়ে আরো ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। বলেছেন, তাঁকে বলা হচ্ছে কেন তার লজ্জা হচ্ছে না সেই বাড়িতে থাকতে যেখানে সবাই ঘাস ফুল এবং তিনি একা পদ্মফুল। এই প্রসঙ্গে শুভেন্দু বলেন, সামনেই বাসন্তী পুজো, রামনবমী আসছে। তাঁর বাড়িতেও পদ্ম ফুটবে! একইসঙ্গে শুভেন্দুর দাবি, শুধু তাঁর নিজের বাড়িতে নয়, বাকিদের বাড়িতে ঢুকে পদ্ম ফোটাবেন তিনি। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী দাবি করেন, বাংলায় এখন কাটমানি আর সিন্ডিকেট রাজ চলছে। ‘পিসি-ভাইপোর’ সরকার আর ফিরবে না। পাশাপাশি বাংলায় বিজেপি কর্মীদের ওপর অত্যাচার চলছে সেই অভিযোগ এদিন ফের করেন শুভেন্দু। সঙ্গে হুঁশিয়ারিও দেন, সব ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। 

বিজেপির কেন্দ্রীয় নেতাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহিরাগত বলে তোপ দাগেন। এই প্রসঙ্গেও শুভেন্দু অধিকারী এদিন রাজ্যের শাসক দলকে কটাক্ষ করে বলেন, বাংলায় অনেক অন্য ভাষাভাষী মানুষ থাকেন। আর এদিকে বলা হচ্ছে বাইরের রাজ্য থেকে যারা আসছেন তারা বহিরাগত। বাংলার জামাই জেপি নাড্ডা। তিনি এলে তাঁকে বলা হচ্ছে নাড্ডা-চাড্ডা-ফাড্ডা, এগুলো বাংলার সংস্কৃতি নয়। শুভেন্দুর কথায়, রাজ্যে বহু অবাঙালি আছেন, তারা এই ধরনের মন্তব্য শুনে আঘাতপ্রাপ্ত হন। তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন, যারা এই ধরনের ভাষা ব্যবহার করে তারাই বাংলার সংস্কৃতি নিয়ে কথা বলে। এই প্রসঙ্গে শুভেন্দুর চরম হুঁশিয়ারি, বাংলায় ২০০ আসনের বেশি পাবে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =